বুধ সূর্যের সবথেকে কাছের এবং ক্ষুদ্রতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব ৫৮০ কোটি কিলোমিটার। সূর্যের ২৮ ডিগ্রির মধ্যেই সারা বছর একে দেখা যায়। সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সূর্যাস্তের এক ঘণ্টা পর এবং সূর্যোদয়ের এক ঘণ্টা আগে পর্যন্ত পূর্ব আকাশে খালি চোখে দেখা যায় এই গ্রহ।
পৌরাণিক কাহিনি অনুসারে, বুধ চন্দ্রদেবের পুত্র। দেবগুরু বৃহস্পতি বুধের পালক পিতা।
জ্যোতিষ শাস্ত্রে বুধ রাজকুমার, নাবালক গ্রহ। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাব থাকার জন্য জ্ঞান এবং সুন্দর মনের অধিকারী। নাবালক গ্রহ হওয়ার কারণে অন্য গ্রহের প্রভাবে প্রভাবিত হয় খুব শীঘ্রই। বুধ একক অথবা শুভ গ্রহের সঙ্গে শুভ ভাবে থাকলে শুভ ফল দেয়। অশুভ গ্রহের সঙ্গে থাকলে বা অশুভ গ্রহের প্রভাবে অশুভ ফল দেয়। বুধের প্রভাব হল বুদ্ধি, বিশেষত উপস্থিত বুদ্ধি এবং বাকশক্তি। বুধ শুভ ভাবে থাকলে ব্যবসা, গণিত, অর্থনীতি, হিসাবশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, চিত্রকলাতে বিশেষ পারদর্শিতা থাকে। পড়াশোনা, ব্যবসা বা চাকরি, সব পেশাতেই বুধ শুভ না হলে সাফল্য অসম্ভব। অশুভ বুধ বাকশক্তি, স্নায়ুতন্ত্র এবং ত্বকের উপর কুফল দেয়। স্মৃতিশক্তি লোপ এবং তোতলামিরও কারণ হতে পারে। জীবনে উন্নতি এবং প্রতিষ্ঠার জন্য বুধের শুভ ফল খুবই প্রয়োজন। শুভ বুধ রাহুর অশুভ প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। রাহুর অশুভ প্রভাব বুদ্ধিভ্রম ঘটায়। বুধের শুভ ফল বুদ্ধিভ্রম নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারেন সূর্যদেব
বুধের অধিদেবতা ভগবান বিষ্ণু, প্রত্যাধীদেবতা স্বয়ং নারায়ণ। বুধের প্রিয় রং সবুজ। সমস্ত সবুজের ওপর বুধের প্রভাব।
সবুজ কাচের বোতলে জল ভরে, সকালের রোদে কিছু ক্ষণ রেখে পান করলে তা শুভ ফল দেয়। সবুজ রুমাল এবং সবুজ পোশাক পরিধান শুভ। বুধের মন্ত্রপাঠ, ভগাবান বিষ্ণুর পূজা, সবুজ শস্য দান করলে শুভ ফল পাওয়া যায়। বুধ অশুভ হলে দেবী ত্রিপুরাসুন্দরীকে স্মরণ করুন।