Astrological Tips

নবমীর দিনে বিশেষ কোন টোটকা মানতে হবে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

বিশেষ কিছু জ্যোতিষ টোটকা রয়েছে, নবমীর দিন তা করলে খুব শুভ ফল পাওয়া যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ০৯:৪২
Share:
নবমী মানেই পুজোর প্রায় শেষের দিকে যাত্রা শুরু করেছে।

নবমী মানেই পুজোর প্রায় শেষের দিকে যাত্রা শুরু করেছে। ছবি: সংগৃহীত

৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার মহানবমী। নবমী মানেই পুজোর প্রায় শেষের দিকে যাত্রা শুরু করেছে। সেই কারণে সকল বাঙালির মন প্রায় ভারাক্রান্ত হয়ে থাকে। তবুও মানুষ মন খারাপ উপেক্ষা করে নবমীর আনন্দে মেতে ওঠে। এ দিন বিশেষ কিছু জ্যোতিষ টোটকা রয়েছে, যা করলে খুব শুভ ফল পাওয়া যায়।

Advertisement

টোটকা

১) নবমীর দিন দেবী দুর্গাকে ন’রকম মিষ্টি, ফুল এবং ফল অর্পণ করুন।

Advertisement

২) এই দিন হলুদ বা লাল রঙের সুতো মায়ের চরণে ছুঁইয়ে ন’টা গিঁট দিয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বা হাতে বেঁধে নিন।

৩) নবমীর পুজো চলাকালীন দুর্গা দেবীর সামনে পাঁচটি গোলাপের পাপড়িতে চন্দন এবং মধু মাখিয়ে রেখে আসুন।

৪) এ দিন অঞ্জলি দেওয়ার সময়ে অপরাজিতা ফুল মায়ের চরণে নিবেদন করুন।

৫) এই দিন মায়ের চরণে ন’টা জলপদ্ম বা স্থলপদ্ম অর্পণ করুন।

৬) এই দিন ন’জন কুমারী মেয়েকে বাড়িতে বসিয়ে, তাঁদের পছন্দ মতো খাবার খাওয়ান এবং তাঁদের মনের মতো কিছু উপহার দিন।

৭) নবমী পুজোর দিন যে হোম করা হয়, সেই হোমের ছাই কিছুটা ঘরে এনে খুব সাবধানে শুদ্ধ স্থানে রেখে দিন। ছাই একটা ছোট ঘটে রাখলে খুব ভাল হয়।

৮) নবমীর দিন একটি ছোট কলা পাতায় ন’টি দুর্বা, ন’টি আতপ চাল, একটি গাঁট হলুদের টুকরো এবং ন’টি গোলাপের পাঁপড়ি একসঙ্গে মুড়ে মায়ের চরণে নিবেদন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement