প্রতীকী চিত্র।
আমরা অজান্তেই বহু ভুল করি। প্রতি দিন আমরা অজান্তে এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের জীবনে নানা রূপ সমস্যার সৃষ্টি করতে পারে। এই ধরনের কাজ করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। সেই ঘরে মা লক্ষ্মী বেশি দিন স্থায়ী ভাবে বসবাস করতে পারেন না। তাই আমাদের উচিত দ্রুত এই সব অভ্যাস বদলে ফেলা।
দেখে নিন কোন অভ্যাসগুলো বদলে ফেলতে হবে—
• তুলসি গাছে সকালে জল দেওয়ার অভ্যাস অনেকেরই থাকে। মনে রাখতে হবে রবিবার তুলসি গাছে জল দিতে নেই। সপ্তাহের অন্য দিন জল দেওয়া যেতে পারে।
• প্রথমেই বদলে ফেলতে হবে সকালে ঘুম থেকে উঠে বেড টি খাওয়ার অভ্যাস। অনেকেই সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে বিছানায় চা খান। এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।
• জুতো কখনও এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে বা উল্টো করে রাখতে নেই। জুতো সব সময় গুছিয়ে সঠিক জায়গায় রাখতে হয়।
• সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বিছানা পরিষ্কার করতে হয়। প্রত্যেক দিন বিছানা পরিষ্কার না করলে দারিদ্র বৃদ্ধি পায়।
• অনেকের বদঅভ্যাস থাকে যেখানে সেখানে থুতু ফেলার। এই রকম অভ্যাস থাকলে তা দ্রুত পরিবর্তন করে ফেলতে হবে।
• বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি ঝগড়া যতটা সম্ভব কম করতে হবে। এতেও মা লক্ষ্মী রুষ্ট হন।