আপনার করতলে কি দু’টি বিবাহরেখা আছে? এতে কী হয় জানেন?

কোনও কোনও ক্ষেত্রে জীবনে দু’বার বিয়ে হয়ে থাকে, তবে সবক্ষেত্রে দু’টি বিবাহরেখা মানেই দু’বার বিয়ে হয় এটা একদম ভুল ধারণা।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০০:০০
Share:

করতলে বিবাহরেখা ডাবল বা সমান ভাবে দু’টি একই মাপের বিবাহরেখা পাশাপাশি থাকলে:

Advertisement

১) কোনও কোনও ক্ষেত্রে জীবনে দু’বার বিয়ে হয়ে থাকে, তবে সবক্ষেত্রে দু’টি বিবাহরেখা মানেই দু’বার বিয়ে হয় এটা একদম ভুল ধারণা। অসংখ্যক মানুষ আছে যাদের দুটি বিবাহরেখা খুব ভাল ভাবে পাশাপাশি অবস্থান করছে অথচ তারা সুন্দর ও সুখী বিবাহিত জীবন কাটাচ্ছে।

২) আবার এ রকমও দেখা গিয়েছে যাদের দুটি বিবাহরেখা সমান দৈর্ঘ্যে পাশাপাশি থাকায় তাদের বিবাহিত জীবন ঘোরালো বা প্যাঁচালো হয়েছে। এ রকম ক্ষেত্রে দেখা যায়, স্বামী বা স্ত্রী পরস্পরের থেকে দীর্ঘ কাল দূরে থেকেও পুনরায় মিলিত হয়েছে।

Advertisement

করতলে জোড়া হৃদয়রেখা থাকার তাৎপর্য কী?

১) করতলে দুটি হৃদয়রেখা থাকার মানে জাতক/জাতিকা সুন্দরকে বা ‘এস্থেটিক বিউটি’-কে সব কিছুর উপরে স্থান দিয়ে থাকে।

আরও পড়ুন: আপনার করতলে কি দু’টি আয়ুরেখা আছে? এতে কী হয় জানেন?

২) এরা যে কোনও অর্থে ভাল প্রেমিক বা প্রেমিকা, এদের স্বামী-স্ত্রীর মধ্যে গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, এরা খুব উচুজাতের কবি, গায়ক বা নৃত্যশিল্পী হয়ে থাকে। এরা উষ্ণ হৃদয়সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। শিল্পকলায় দক্ষ, শিল্পের যে কোনও শাখায় এরা গুণী বা ওস্তাদ হয়ে থাকে। এরা জন্মগত ভাবে কোনও না কোনও শিল্পে অনুরক্ত থাকেই।

৩) দুটি হৃদয়রেখা মানে একই সঙ্গে দু’টি সম্পর্কের বন্ধনে জড়িয়ে থাকতে পারে। হতে পারে একটা গোপন প্রণয় বা অন্যটা স্বাভাবিক বিবাহিত জীবন,বা বৈধ ভাবে একইসঙ্গে দুটি বিবাহিত জীবন।

৪) ডাবল হৃদয়রেখা মানে, এরা বিপরীত লিঙ্গের প্রতি অনেক বেশি যত্নশীল, স্নেহপ্রবণ হয়ে থাকে। অনেক বেশি ভালবেসে থাকে, যাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তারা বেশির ভাগই ‘সোলমেট’ হয়ে থাকে।

৫) অনেক ক্ষেত্রে এদের অনেকের শিশুকাল কাটে একাকীত্বের মধ্য দিয়ে। এরা সব ক্ষেত্রেই ভালবাসা বা স্নেহের কাঙাল হয়ে থাকে। এরা সংসারকে দেখে হৃদয়বোধ দিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement