বিছানা বা বালিশের নীচে এই জিনিসগুলি রাখলে চরম বিপদ

ভুল করেও এই জিনিসগুলি বিছানা বা বালিশের নীচে রাখবেন না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

আমাদের ঘরে রাখা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা বিশেষ শক্তি থাকে। কোনও জিনিস থেকে শুভ শক্তি ও কোনও জিনিস থেকে অশুভ শক্তি বের হয়। আমরা অনেকেই বিছানা বা বালিশের নীচে অনেক রকম জিনিস রেখে থাকি। বাস্তু মতে কিছু জিনিস আছে যা বালিশের নীচে রাখতে নেই। তাতে আমাদের নানাবিধ ক্ষতি হয়ে যেতে পারে। এমন ক্ষতি যা আপনার জীবনকে হয়ত বদলে দিতে পারে। বিছানা বা বালিশের নীচে রাখা জিনিসগুলি থেকে বেরিয়ে আসা অশুভ শক্তি আপনার শরীরের ক্ষতি করতে পারে। তাই ভুল করেও এই জিনিসগুলি বিছানা বা বালিশের নীচে রাখবেন না।

Advertisement

১) প্রথমেই বলব বালিশের নীচে বই রাখা একদম উচিত নয়। বালিশের নীচে বই থাকলে মানসিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যা আমাদের ঘুমের প্রচুর ব্যাঘাত ঘটাতে পারে।

২) ছুরি, কাঁচি, সূচ বা ধারালো কোনও জিনিস বালিশের নীচে রাখা চলবে না। কারণ এ সব জিনিস আমাদের মনকে বিব্রত করতে পারে বা মনে হিংসার ভাব সৃষ্টি করতে পারে।

Advertisement

৩) কোনও রকম যন্ত্রপাতি বা ভাঙাচোরা কোনও জিনিস অথবা ব্যায়াম করার জিনিস বিছানার নীচে না রাখাই ভাল। এর ফলে পরিবারের মানুষজনদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়।

৪) বিছানার নীচে ঝাঁটা, ঝাড়ু রাখা খুব অশুভ বলে মানা হয়। ঝাঁটা বা ঝাড়ু বিছানার নীচে রাখলে জীবনে কোনও না কোনও ভাবে দারিদ্র নেমে আসে।

আরও পড়ুন: সোমবার জাত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট ও পেশা

৫) বিছানার নীচে জুতো কখনও রাখা উচিত নয়। এতে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এবং ঘুমে ব্যাঘাত আসতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement