শারীরিক সুস্থতার জন্য স্নান একান্ত জরুরি। স্নান আমাদের জীবনের এক অপরিহার্য কাজ। বিশেষ করে গ্রীষ্মকালে স্নান না করা তো শাস্তির সমান। যে কোনও শুভ কাজের আগে স্নান করার রেওয়াজ রয়েছে। প্রাচীনকালে অভিষেকের আগে রাজাকে স্নান করানো হত। বিশেষ দিনে বা বিশেষ তিথিতে স্নান করলে যেমন অন্য রকম লাভ বা উপকারিতা পাওয়া যায়, ঠিক সে রকম, ভুল নিয়মে স্নান করলে শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে যায়।
কোন কাজগুলো করার পর স্নান করা আবশ্যক:
• দাহ কাজ করার পর স্নান করা অতি আবশ্যক বলে মানা হয়।
• সহবাসের পর স্নান করা অতি আবশ্যক। এই নিয়মের নির্দেশ শাস্ত্রে কঠোর ভাবে দেওয়া রয়েছে।
• তেল মাখার পর স্নান করা জরুরি। তেল দেহের পুষ্টির পক্ষে যেমন প্রয়োজন, ঠিক তেমনই অতিরিক্ত সময় ধরে তেল শরীরে থাকাও ক্ষতিকারক। তাই সে ক্ষেত্রে স্নানই পারে এই ভারসাম্য বজায় রাখতে।
আরও পড়ুন: আপনার নিদ্রিত ভাগ্যকে জাগিয়ে তুলুন এই ভাবে
• চুল কাটার পর স্নান করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।
কোন কাজগুলো স্নান করার পর করা একদম উচিত নয়:
• স্নান করার পর হাত-পায়ের নখ কাটা একেবারে নিয়ম বিরুদ্ধ কাজ। এতে ধনহানি হতে পারে।
• স্নান করার পর ভিজে জামাকাপড় ফেলে রাখা খুব খারাপ সঙ্কেত বলে মানা হয়। এতে রাহুর দৃষ্টি আপনার উপর পড়তে পারে।
• জুতো পরে স্নান করা একদম উচিত নয়। এতে মানহানির আশঙ্কা থাকে।