—প্রতীকী ছবি।
জগতের পালিকা হলেন দেবী জগদ্ধাত্রী। তিনি দেবী দুর্গার আর এক রূপ। দেবী দুর্গা হলেন সিংহবাহিনী দশভূজা, আর দেবী জগদ্ধাত্রী হলেন সিংহবাহিনী চতুর্ভুজা। মহিষাসুর বধের পর দেবতাগণ অহংকারী হয়ে ওঠেন। তাঁরা ভুলেই যান যে দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তাঁরা শক্তিমান। তা দেবী জগদ্ধাত্রী বুঝতে পারেন এবং দেবতাদের অহংকার নাশের উদ্দেশ্যে তাঁদের শক্তির পরীক্ষা করেন। দেবতাগণ সেই পরীক্ষায় ব্যর্থ হন। দেবতাগণ তাঁদের ভুল বুঝতে পারেন এবং দেবী জগদ্ধাত্রীকে সকল শক্তির মধ্যে শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন। কার্তিক মাসের শুক্ল নবমীতে দেবী জগদ্ধাত্রী পূজিত হন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে –
অষ্টমী তিথি শুরু–
বাংলা– ২২ কার্তিক, শুক্রবার।
ইংরেজি– ৮ নভেম্বর, শুক্রবার।
সময়– রাত ১১টা ৫৮ মিনিট।
অষ্টমী তিথি শেষ এবং নবমী তিথি শুরু–
বাংলা– ২৩ কার্তিক, শনিবার।
ইংরেজি– ৯ নভেম্বর, শনিবার।
সময়– রাত ১০টা ৪৬ মিনিট।
সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পুজো করা যায় কিন্তু বারবেলানুরোধে ৭টা ১২ মিনিট গতে ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রথম কল্পীয় সপ্তমাদি কল্পে অষ্টমী বিহিত শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর পুজো করার শুভ সময়।
নবমী তিথি শেষ এবং দশমী তিথি শুরু–
বাংলা– ২৪ কার্তিক, রবিবার।
ইংরেজি– ১০ নভেম্বর, রবিবার।
সময়– রাত ৯টা ২ মিনিট।
সকাল ৯ টা ৩৯ মিনিটের মধ্যে প্রথম কল্পীয় সপ্তমাদি কল্পে নবমী বিহিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো করার শুভ সময়।
দশমী তিথি শেষ–
বাংলা– ২৫ কার্তিক, সোমবার।
ইংরেজি– ১১ নভেম্বর, সোমবার।
সময়– রাত ৬টা ৪৭ মিনিট।
সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭ টা ১৩ মিনিটের মধ্যে পুনরায় ৮টা ৩৫ মিনিট গতে ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রথম কল্পীয় সপ্তমাদি কল্পে দশমী বিহিত শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর দশমী বিহিত পুজো করার শুভ সময়।
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে –
অষ্টমী তিথি শুরু–
বাংলা– ২২ কার্তিক, শুক্রবার।
ইংরেজি– ৮ নভেম্বর, শুক্রবার।
সময়– রাত ৭টা ৪৮ মিনিট ৭ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ ও নবমী তিথি শুরু–
বাংলা– ২৩ কার্তিক, শনিবার।
ইংরেজি– ৯ নভেম্বর, শনিবার।
সময়– রাত ৬টা ২০ মিনিট ৪০ সেকেন্ড।
নবমী তিথি শেষ এবং দশমী তিথি শুরু–
বাংলা– ২৪ কার্তিক, রবিবার।
ইংরেজি– ১০ নভেম্বর, রবিবার।
সময়– বিকেল ৪টে ৩৩ মিনিট ২৫ সেকেন্ড।
দশমী তিথি শেষ –
বাংলা– ২৫ কার্তিক, সোমবার।
ইংরেজি– ১১ নভেম্বর, সোমবার।
সময়– দুপুর ২টো ৩০ মিনিট ৪৩ সেকেন্ড।