আপনি কি ঋণগ্রস্থ হতে পারেন? কী বলছে আপনার জন্মছক

জন্মছকে কী কী দোষ থাকলে ঋণ হয়, দেখে নিন

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

জন্মছকে কী কী দোষ থাকলে ঋণ হয়, দেখে নিন—

Advertisement

১। জন্মছকে ধনপতি গ্রহ যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবের সঙ্গে কোনও ভাবে যুক্ত হয়।

২। কর্মভাবের অধিপতি গ্রহ নীচস্থ হয়ে বুধ, রবি ও কেতু যুক্ত হলে ঋণগ্রস্ত হতে পারে।

Advertisement

৩। সপ্তম ভাবে কেতু অবস্থান করে কোনও শুভ গ্রহ দ্বারা দৃষ্ট না হলে স্বামী বা স্ত্রীর অসুস্থতার কারণে ঋণ নিতে হয়।

৪। দ্বাদশ ভাবে রাহু ও শুক্র অবস্থান করলে ঋণ যোগ তৈরি হয়।

৫। শনি দ্বিতীয় স্থানে অবস্থিত হলে বা শনি ওই স্থানে দৃষ্টি দিলে জাতক-জাতিকা ঋণগ্রস্ত হয় (ধনু ও মকর লগ্নের ক্ষেত্রে এই যোগ কার্যকর হয় না)।

৬। শনির সাড়ে সাতি দশায় মানুষ প্রচুর ঋণগ্রস্ত হয়।

৭। জন্মকুণ্ডলীতে মহাপদ্ম কালসর্প দোষ (ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু) থাকলে মানুষ ক্রমবর্ধমান ঋণের জালে জড়িয়ে পড়ে।

ঋণ কারা শোধ করবে এবং কারা শোধ করবে না—

ষষ্ট ভাবের সাবলর্ড বা নক্ষত্রের অধিপতি চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের নির্দেশক হলে জাতক ঋণ পরিশোধ করবে। জাতকের ছকে যদি গুরুচণ্ডাল দোষ বা পঞ্চম পতি নীচস্থ রাহু বা বুধের সঙ্গে যুক্ত হয় তবে তার ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement