আজকের দিন- বন্ধুর মাধ্যমে কোনও ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। কোনও বড় কারণে অর্থ ক্ষতি হওয়ার যোগ আছে। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের কোনও অংশে যন্ত্রণা হতে পারে। ব্যবসার দিকে কোনও নতুন কিছু ভাবনা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। আজ আপনাকে কোনও ভুলের জন্য ক্ষমা চাইতে হতে পারে।
চরিত্র- ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায়, অপরের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। এরা সাধারণত কর্মকুশল, উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয়। স্বভাব চরিত্র সহজে বোঝা যায় না। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়নবিজ্ঞান, গণিত ইত্যাদিতে প্রায়ই পটু হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে উন্নতি করে। একা স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে, যৌথ ব্যবসায় উন্নতি করে বেশি। সকলের জন্য চিন্তা করে তবে নিজের স্বার্থ ভাল বোঝে। মন খুব দোটানা প্রকৃতির হয়। ধার্মিক ও সৎ,পথগামি, পরোপকারী, এবং আদর্শবাদী হয়।
এই বছর- এই বছর ভাল কাজে যোগ দান করতে পারবেন। ব্যবসার দিকে ভাল ফল পাবেন। অর্থ চাপ বাড়তে পারে। কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি। মঙ্গলজনক কোনও কাজ আপনার হতে পারে। প্রেমের ব্যাপারে একটু বাধা আসতে পারে। পেটের কোনও সমস্যার। শরীরে কোনও জটিল সমস্যা বাড়তে পারে। এই বছর কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি হতে পারে। কর্মস্থানে কোনও কর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। এ বছরের মনে একটু বাজে লোকের জন্য ভয় থাকতে পারে।