আজকের দিন- বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কার থেকে সুনাম বাড়তে পারে। কর্মস্থানে উপর মহল থেকে চাপ আসতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন।
এই বছর- বিদেশে পাঠরত ব্যক্তিরা ভাল ফল পাবেন না। কারও সঙ্গে অশান্তিতে যাবেন না, পুলিশ পর্যন্ত গড়াতে পারে। স্নায়ুপীড়া খারাপ দিকে যেতে পারে। রোগভোগে কষ্ট বাড়বে। অযথা অর্থক্ষতি হতে পারে। সন্তানের ভুল কাজের জন্য বাড়িতে অশান্তি। সম্পত্তির ব্যাপারে শত্রুর আপস-প্রস্তাবে সাড়া দিতে পারেন। ব্যবসার ক্ষেত্র শুভ।
চরিত্র- জাতক স্পষ্টবক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকেন। এঁরা নানা রকম বীরত্বের কাজ, সাহসিকতার কাজ করতে ভালবাসেন। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত হন। সমালোচনা সহ্য করতে পারেন না। জাতক পরিশ্রমী, তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল হন। এঁরা তোষামোদ পছন্দ করেন না এবং সকলের সঙ্গে সমান ভাবে মেশেন না। নিজেকে বড় করে দেখানোর চেষ্টা এঁদের খুব বেশি। এঁরা সব সময় সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব করতে চান।