২৫ ডিসেম্বর ২০২৪

আজ জন্মদিন হলে ( ২৫ ডিসেম্বর ২০২৪ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:০০
Share:

আজকের দিন- বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কার থেকে সুনাম বাড়তে পারে। কর্মস্থানে উপর মহল থেকে চাপ আসতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। 

এই বছর- বিদেশে পাঠরত ব্যক্তিরা ভাল ফল পাবেন না। কারও সঙ্গে অশান্তিতে যাবেন না, পুলিশ পর্যন্ত গড়াতে পারে। স্নায়ুপীড়া খারাপ দিকে যেতে পারে। রোগভোগে কষ্ট বাড়বে। অযথা অর্থক্ষতি হতে পারে। সন্তানের ভুল কাজের জন্য বাড়িতে অশান্তি। সম্পত্তির ব্যাপারে শত্রুর আপস-প্রস্তাবে সাড়া দিতে পারেন। ব্যবসার ক্ষেত্র শুভ। 

চরিত্র- জাতক স্পষ্টবক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকেন। এঁরা নানা রকম বীরত্বের কাজ, সাহসিকতার কাজ করতে ভালবাসেন। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত হন। সমালোচনা সহ্য করতে পারেন না। জাতক পরিশ্রমী, তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল হন। এঁরা তোষামোদ পছন্দ করেন না এবং সকলের সঙ্গে সমান ভাবে মেশেন না। নিজেকে বড় করে দেখানোর চেষ্টা এঁদের খুব বেশি। এঁরা সব সময় সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব করতে চান। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

২/৫

অর্থচিন্তা বাড়তে পারে।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে আনন্দে কাটবে দিনটি।

সম্পর্ক

৩/৫

খুব বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা রয়েছে।

পেশা

১/৫

জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement