আজকের দিন- খারাপ লোকেদের থেকে ভয় বাড়তে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উপকার পাবেন। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সংক্রমণ নিয়ে দুর্ভোগ। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা দেবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
চরিত্র- জাতক সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, প্রখর অনুমানশক্তি সম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে এঁরা ভাল শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারেন। এঁদের স্বাস্থ্য ভাল, রোগ-ব্যাধি বিশেষ হয় না। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নন। চাকরি অপেক্ষা ব্যবসাই জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ হয়। জাতক সৎ, বহু ভাষায় অভিজ্ঞ হন।
এই বছর- ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারের জন্য খুব সুখের সময়। বিদেশে যাঁরা পড়াশোনা করেন, তাঁরা ভাল ফল পাওয়ার আশা রাখতে পারেন। এই বছর অযথা কারও সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত যেতে পারে। অপ্রিয় সত্য কথায় নিজের লোকের সঙ্গে ঝগড়া হতে পারে। স্নায়ুরোগকে সহজে ছেড়ে দেবেন না, ফল খারাপ হবে। পুরনো রোগের জন্য প্রচুর কষ্ট পেতে হবে। এ বছর অযথা অর্থ নষ্ট হতে পারে। সন্তানের ভুল ব্যবহারের জন্য অশান্তি হতে পারে। কারও অবিশ্বাসের পাত্র হতে পারেন। বছরের শেষ দিকে ব্যবসা ভাল চলবে। অর্থভাগ্য ভাল হলেও সঞ্চয় কম হবে।