আজকের দিন- সচেতন থাকা সত্ত্বেও ক্ষতির আশঙ্কা আছে। সন্তানদের সঙ্গে মেলামেশা বাড়ালে ভাল হবে। নিজের বুদ্ধিতে কাজ করুন, অপরের পরামর্শ না নেওয়াই শ্রেয়। ঠান্ডা লাগায় নানা রোগের সৃষ্টি হতে পারে। বন্ধুবিচ্ছেদ হতে পারে। আইনজীবীদের জন্য সময়টা তেমন ভাল নয়। বাড়ির দিক থেকে কোনও ব্যাপারে সমর্থন পাবেন না এবং অশান্তিও হতে পারে।
এই বছর- বাড়ির কাজে প্রচুর অর্থব্যয়। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। শত্রুভয় বাড়তে পারে। অপরের প্রতি বৈরী মনোভাব ত্যাগ করুন। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। ধর্মীয় কাজে দান করতে পারেন। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ। প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে।
চরিত্র- জাতক নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হন। আত্মীয়স্বজনের জন্য প্রচুর ত্যাগস্বীকার করে থাকেন। এঁদের জীবনে উত্থান-পতন খুব কম। এঁরা একটু দীর্ঘসূত্রী ধরনের হন। ফলে, জীবনের অনেক শুভ সুযোগ নষ্ট করেন। এঁরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধিশালী, দৃঢ়প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকেন। ধর্ম বিষয়ে এঁদের প্রবল উৎসাহ থাকে।