আপনার জন্ম কি চৈত্র মাসে? আপনার ক্ষেত্রে কোন পেশা সঠিক জেনে নিন

আপনার যদি চৈত্র মাসে জন্ম হয়ে থাকে, তা হলে নিজের চেয়ে পরের জন্য কাজ করার যোগ্যতা আপনার বেশি থাকবে। কাজেই স্বাধীন ভাবে কোনও ব্যবসা করার চেয়ে কারও অধীনে কাজ করা আপনার পক্ষে সুবিধাজনক হবে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

আপনার যদি চৈত্র মাসে জন্ম হয়ে থাকে, তা হলে নিজের চেয়ে পরের জন্য কাজ করার যোগ্যতা আপনার বেশি থাকবে। কাজেই স্বাধীন ভাবে কোনও ব্যবসা করার চেয়ে কারও অধীনে কাজ করা আপনার পক্ষে সুবিধাজনক হবে। একটা নিশ্চিত অবলম্বন না থাকলে আপনি অত্যন্ত ব্যস্ত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন। বলে কর্মজগতে আপনার বিশেষ সুবিধা হওয়া বেশ কষ্টকর।

Advertisement

তবে যদি কোনও একটা নিশ্চিত আয়ের পথ খোলা থাকে, তা হলে আপনি যে কোনও কাজ বা ব্যবসাতেও সুবিধা করতে পারেন। চাকরি অথবা জায়গা-জমি থেকে যদি গ্রাসাচ্ছাদনের অভাব না হয়, তা হলে আপনি চিকিৎসক, গ্রন্থকার, কবি, শিল্পী হিসাবে কৃতিত্বের পরিচয় দিতে পারেন। চাকরি হিসাবে এজেন্টের কাজ, সচিব, হিসাব পরীক্ষক বা নৌ সংক্রান্ত কাজে আপনি যোগ্যতা অর্জন করবেন। আবগারি অথবা রাজনৈতিক কাজেও আপনার যোগ্যতা থাকা সম্ভব এবং জমিদারি সংক্রান্ত হিসেব-নিকেশ অথবা কোনও দাতব্য চিকিৎসালয়, জেল, ইনসিওরেন্স প্রভৃতি কাজ আপনার পক্ষে উপযোগী।

তবে যে কোনও কাজেই আপনি করুন না কেন, প্রথম থেকেই নিয়োগকর্তার বিশ্বাস ও প্রশংসা যদি পান, তা হলেই আপনি দক্ষতার পরিচয় দিতে পারবেন। তা না হলে নিরুৎসাহ হয়ে কর্মত্যাগ করা আপনার পক্ষে মোটেই বিচিত্র নয়।

Advertisement

আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের জন্য কোন কোন রাশি দায়ী জেনে নিন

অনেক বড় বড় জমিদার, রাজনীতিজ্ঞ, লেখক, চিত্রাভিনেতা, কবি, চিকিৎসক চৈত্র মাসে জন্মেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement