প্রতীকী চিত্র
পূর্ব দিকে শয়নকক্ষ হলে বা পূর্ব দিকের কক্ষে শয়ন করলে গৃহের সদস্যদের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে।
গৃহের কোনও সদস্যের ঋণ থাকলে তা পরিশোধ করতে সমস্যা হয়।
গৃহে বসবাসকারী স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্বাভাবিকত্ব সৃষ্টি হতে পারে।
গৃহে বা নির্দিষ্ট কক্ষে শয়নকারী পুরুষ সদস্যদের স্বভাবে উগ্রতা বৃদ্ধি পেতে পারে।
তবে, গৃহের পূর্ব দিকের শয়নকক্ষ শিশুদের শয়নের পক্ষে উপযুক্ত।