Astrological Side Effects of anger

রাগ যখন-তখন মাথায় চড়ে যায়? দিনের কোন সময়গুলিতে রাগ করা উচিত নয় জানেন?

জ্যোতিষশাস্ত্র মতে, সারা দিনে কিছু সময় রয়েছে, যে সময়গুলোতে আমাদের রেগে যাওয়া একেবারেই উচিত নয়। এই সময়গুলোতে রেগে গেলে আমাদের সব দিক দিয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০
Share:
Astrological explanation of why you should not get angry in certain times of the day

—প্রতীকী ছবি।

রাগ করে কখনওই ভাল কিছু হয় না। রেগে গিয়ে কোনও কাজের সমাধান আমরা পাই না, তা-ও আমরা রেগে যাই। আমরা অনেকেই বহু চেষ্টা করেও আমাদের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। রাগের জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এ ছাড়া শারীরিক ক্ষতিও হয়। জ্যোতিষশাস্ত্র মতে, সারা দিনে কিছু সময় রয়েছে, যে সময়গুলোতে আমাদের রেগে যাওয়া একেবারেই উচিত নয়। এই সময়গুলোতে রেগে গেলে আমাদের সব দিক দিয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

জেনে নিন সেই সময়গুলো কী কী:

সকালে ঘুম থেকে উঠেই: সকালে ঘুম থেকে উঠেই কখনও কারওর উপর রেগে যেতে নেই। সকালে ঘুম থেকে উঠেই রাগারাগি করলে সারা দিন খারাপ যায়। আমাদের চারিপাশে একটা নেতিবাচক পরিবেশ তৈরি হয়।

Advertisement

পুজো করার সময়: পুজো করার সময়ে কখনও রাগ করতে নেই। কথিত রয়েছে, পুজো করার সময় রাগ করলে ইষ্টদেবতা ক্ষুণ্ণ হন। এর ফলে পুজো করার সুফল আমরা পাই না।

খাবার খাওয়ার সময়: খাবার খেতে বসে কখনও রাগ করতে নেই। এই সময় রাগ করলে খাবারের পুষ্টিগুণ আমরা পাই না বলে মনে করা হয়।

বাইরে কোনও কাজে যাওয়ার আগে: বাইরে কোনও কাজে যাওয়ার সময় কখনও রাগ করতে নেই। বাইরে যাওয়ার সময় রাগ করলে যে কাজের উদ্দেশ্যে যাওয়া হয়, তা কখনও সফল হয় না।

রাতে ঘুমোতে যাওয়ার সময়: রাতে ঘুমোতে যাওয়ার আগে কখনও রাগ করতে নেই। এই সময় রাগ করলে সারা রাত অস্বস্তিতে কাটে এবং পরের দিনটাও খারাপ হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement