আরও রঙিন হয়ে উঠুক পুজো

নিত্য নতুন রঙে নিজেদের সাজিয়ে তুলতে আমরা সবাই চাই। কিন্তু জীবনের রঙের সাথে বাস্তবে ছন্দের অমিল থেকেই ঘটে ছন্দপতন। জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য কিছু নির্দিষ্ট রঙ শুভ বার্তা বয়ে আনে। জেনে নিন কোন রাশির জন্য কোন রঙ শুভ। সেই সঙ্গে  তাল মিলিয়ে চলতে থাকুক এবারের পুজোর ফ্যাশন। জীবন হয়ে উঠুক আরও রঙিন।

Advertisement

পার্থ প্রতিম আচার্য

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ০০:০০
Share:

নিত্য নতুন রঙে নিজেদের সাজিয়ে তুলতে আমরা সবাই চাই। কিন্তু জীবনের রঙের সাথে বাস্তবে ছন্দের অমিল থেকেই ঘটে ছন্দপতন। জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য কিছু নির্দিষ্ট রঙ শুভ বার্তা বয়ে আনে। জেনে নিন কোন রাশির জন্য কোন রঙ শুভ। সেই সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকুক এবারের পুজোর ফ্যাশন। জীবন হয়ে উঠুক আরও রঙিন।

Advertisement

মেষ রাশি
আপনার মনের সঙ্গে তাল মিলিয়ে লাল রঙ ব্যবহার করুন। সঙ্গে সাদাটে বা হলদেটে রঙ ব্যবহার করলে ভালো। মানসিক এবং শারীরিক এনার্জিকে কাজে লাগাতে গেলে লাল রঙ আপনার হাতিয়ার। কমলা রঙকে সরিয়ে রাখুন। সঙ্গে নীল, সবুজ বা কালো রঙ ব্যবহার না করাই ভালো।
বৃষ রাশি
আপনি ব্যবহার করুন হালকা নীলাভ রঙ এবং গোলাপি, সাদা বা হালকা সবুজ রঙ। কিন্তু লাল বা হলুদ রঙকে যতটা সম্ভব দূরে রাখুন।
মিথুন রাশি
আপনি ব্যবহার করুন হলুদ বা গোলাপি বা সাদা রঙ। লাল ও বেগুনী রঙ ব্যবহার করবেন না।
কর্কট রাশি
আপনি ব্যবহার করুন সাদা, হলুদ রঙ কিন্তু সবুজ বা কমলা রঙ এড়িয়ে চলুন।
সিংহ রাশি
আপনি ব্যবহার করুন কমলা বা সোনালি রঙ। সরিয়ে রাখুন হালকা নীলাভ রঙকে।
কন্যা রাশি
আপনি ব্যবহার করুন সবুজ, সাদা বা হালকা হলুদ রঙ। এড়িয়ে চলুন লাল এবং বেগুনী রঙকে।
তুলা রাশি
আপনি ব্যবহার করুন হালকা নীল, সাদা বা হালকা হলুদ রঙ কিন্তু গাড় হলুদ রঙকে সরিয়ে রাখুন।
বৃশ্চিক রাশি
আপনি ব্যবহার করুন কালো রঙ। লাল, সাদা, লালচে খয়েরি, কমলা, হলুদ, নীল রঙ আপনার পক্ষে ভালো নয়।
ধনু রাশি
আপনি ব্যবহার করুন বেগুনী, গাড় হলুদ , কমলা বা হালকা সবুজ বা ঘিয়ে রঙ। নীল কখনোই নয়।
মকর রাশি
আপনি ব্যবহার করতে পারেন লাল, বেগুনি, নীল-বেগুনি, খাকি, কালো, খুব গাড় খয়েরি বা সবুজ রঙ। এড়িয়ে চলুন লাল ও হলুদ রঙ।
কুম্ভ রাশি
আপনি ব্যবহার করুন সাধারণ নীল রঙ। এবং সাদা বা কোনও উজ্জ্বল রঙ কিন্তু এড়িয়ে চলুন হলুদ রঙকে।
মীন রাশি
আপনি ব্যবহার করুন হলুদ, কমলা, গোলাপি, ধূসর রঙ। এড়িয়ে চলুন লাল এবং কালো রঙকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement