আপনার রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন

মন্ত্র জপের মাধ্যমে যে কোনও রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করা যায়। নিজ রাশির মন্ত্র প্রত্যহ ১০৮ বার জপ করা উচিত।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৪:০০
Share:

নিজ নিজ জন্মরাশি অনুযায়ী মন্ত্র জপ করলে সংসারে শান্তি বজায় থাকে। যে কোনও রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করা যায়। নিজ রাশির মন্ত্র প্রত্যহ ১০৮ বার জপ করা উচিত।
১। মেষ রাশির মন্ত্র - ওঁ হ্লীং শ্রী লক্ষ্মী নারায়ণয় নমঃ।
২। বৃষ রাশির মন্ত্র - ওঁ গোপালায় উত্তর ধ্বজায় নমঃ।
৩। মিথুন রাশির মন্ত্র - ওঁ ক্লীং কৃষ্ণায় নমঃ।
৪। কর্কট রাশির মন্ত্র - ওঁ হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপিণে নমঃ।
৫। সিংহ রাশির মন্ত্র - ওঁ ক্লীং ব্রহ্মণে জগদাধারায় নমঃ।
৬। কন্যা রাশির মন্ত্র - ওঁ নমো প্রীং পীতাম্বারায় নমঃ।
৭। তুলা রাশির মন্ত্র - ওঁ তত্ত্বনিরঞ্জনায় তারকরামায় নমঃ।
৮। বৃশ্চিক রাশির মন্ত্র - ওঁ নারায়ণায় সুরসিংহায় নমঃ।
৯। ধনু রাশির মন্ত্র - ওঁ শ্রীং দেবকৃষ্ণায় ঔর্দ্ধসপ্তায় নমঃ।
১০। মকর রাশির মন্ত্র - ওঁ শ্রীং বৎসলায় নমঃ।
১১। কুম্ভ রাশির মন্ত্র - ওঁ শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ।
১২। মীন রাশির মন্ত্র - ওঁ ক্লীং উদ্ধৃতায় উদ্ধারিণে নমঃ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement