Lucky Palmistry Markings

আপনার তালুতে তারকা, পতাকা বা স্বস্তিক চিহ্ন রয়েছে? এগুলি থাকা শুভ না অশুভ?

ক্ষেত্রবিশেষে কোনও কোনও চিহ্ন শুভ, আবার সেই চিহ্নই অন্য ক্ষেত্রে অবস্থান করলে অশুভ ফল দান করে। আবার কোনও কোনও চিহ্ন শুধুমাত্র অশুভ বা শুভ ফলই দান করে, যেখানেই থাকুক না কেন। জ্যোতিষশাস্ত্রে তালুতে ছয়টি চিহ্ন থাকা খুব শুভ বলে মনে করা হয়। সেগুলি কী কী জেনে নিন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৭:৩৫
Share:

—প্রতীকী ছবি।

হস্তরেখা বিচারের সময় বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। হাতের গঠন, আঙুলের গঠন, রেখা, চিহ্ন ইত্যাদি বিষয় দেখা হয়। বিভিন্ন রেখা যেমন ভিন্ন জিনিসের ইঙ্গিত দেয়, তেমনই এক একটি চিহ্ন নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। ক্ষেত্রবিশেষে কোনও কোনও চিহ্ন শুভ, আবার সেই চিহ্নই অন্য ক্ষেত্রে অবস্থান করলে অশুভ ফল দান করে। আবার কোনও কোনও চিহ্ন শুধুমাত্র অশুভ বা শুভ ফলই দান করে, যেখানেই থাকুক না কেন। জ্যোতিষশাস্ত্রে তালুতে ছয়টি চিহ্ন থাকা খুব শুভ বলে মনে করা হয়। সেগুলি কী কী জেনে নিন।

Advertisement

চতুষ্কোণ চিহ্ন– এই চিহ্ন রক্ষাসূচক চিহ্ন হিসাবে কজ করে। কোনও রেখার ভগ্নস্থল, কাটা চিহ্ন ইত্যাদি অশুভ স্থানে চতুষ্কোণ চিহ্ন থাকলে নির্দিষ্ট অশুভ ফল থেকে রক্ষা পাওয়া যায়। কোনও গ্রহের ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন দেখা গেলে সেই গ্রহ সংক্রান্ত অশুভ প্রভাব থেকেও রক্ষা পাওয়া যায়।

ত্রিভুজ চিহ্ন– কোনও গ্রহের ক্ষেত্রে বা রেখায় ত্রিভুজ চিহ্ন থাকা মানে ভাল ফল পাওয়া। চিহ্নটি উক্ত গ্রহ বা রেখার শুভ শক্তি বৃদ্ধিতে সাহাষ্য করে।

Advertisement

ত্রিশূল চিহ্ন– এই চিহ্ন খুবই কম দেখা যায়, তবে এই চিহ্ন যে ক্ষেত্রে দেখা যায়, সেই ক্ষেত্র সংক্রান্ত কোনও অশুভ প্রভাব মানুষের উপর পড়ে না। উল্টে ভাল ফল লাভে সাহায্য করে।

তারকা চিহ্ন– এই চিহ্নটি কখনও শুভ, কখনও অশুভ ফল দান করে। শুভ বা অশুভ ফল নির্ভর করে এই চিহ্নের অবস্থান এবং গঠনের উপর। সুগঠিত তারকা চিহ্ন কোনও গ্রহ পর্বতের উপর অবস্থান করলে সেই গ্রহ পর্বতের শক্তিকে উদ্দীপ্ত করে তোলে।

স্বস্তিক চিহ্ন- এই চিহ্নও খুবই কম দেখা যায়। কোনও গ্রহের ক্ষেত্রে বা রেখায় স্বস্তিক চিহ্নের অবস্থান সেই গ্রহ বা রেখার বিশেষ শক্তি নির্দেশ করে এবং উক্ত ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে অপ্রত্যাশিত শুভ ফল দান করে।

পতাকা চিহ্ন- কোনও গ্রহের ক্ষেত্রে বা রেখায় পতাকা চিহ্ন সেই গ্রহের বা রেখার বিশেষ শক্তি নির্দেশ করে এবং উক্ত ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে অপ্রত্যাশিত সুফল এবং সুনাম দান করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement