সূর্যালোকে শরীরচর্চা পর্দার ফেলুদার ছবি: টোটা রায়চৌধুরী
বইয়ের ফেলুদার মতোই পর্দার ফেলুদা টোটা রায়চৌধুরীও নিয়মিত করেন শরীরচর্চা। কোনও দিন স্কিপিং, কোনও দিন বা দরজায় স্রেফ দু’হাতের ভরে ঝুলে থাকা— নেটমাধ্যমের দৌলতে এর আগেও তাঁর শরীরচর্চার ভিডিয়ো ও ছবি দেখেছেন অনুগামীরা। কিন্তু এ বারে নতুন ধরনের কসরত দেখলেন নেটাগরিকরা। আবাসনের ছাদে দিবালোকে এ বার ডন-বৈঠকের মতো ব্যায়াম করতে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শরীরচর্চার সেই ভিডিয়ো প্রকাশও করেছেন অভিনেতা।
শুধু শরীরচর্চাই নয়, খোলামেলা পরিবেশে, সূর্যালোকে শরীরচর্চা করার গুণও বাতলে দিয়েছেন টোটা। লিখেছেন, ‘‘বাইরে, রোদে শরীরচর্চা করার একাধিক উপযোগিতা রয়েছে: খোলা হওয়া, ভিটামিন ডি, গ্রীষ্মের ট্যান, আরও কি কিছু বলতে হবে? চেষ্টা করুন।’’ ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার মানুষ দেখেছেন টোটার শরীরচর্চার এই ভিডিয়ো। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দশ হাজার মানুষ।
প্রসঙ্গত, আগামী জুনেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজের প্রথম পর্ব ‘দার্জিলিং জমজমাট’ আসছে হইচই ওয়েব প্ল্যাটফর্মে। অভিনেতা ও কলাকুশলীদের নিয়ে সৃজিত সে কথা ঘোষণা করেন ২ মে, সোমবার, সত্যজিৎ রায়ের ১০১তম জন্মদিনে। এই নিয়ে ওয়েব সিরিজে তিন-তিন বার সৃজিতের ‘ফেলুদা’ হতে চলেছেন টোটা রায়চৌধুরী।