anxiety

মানসিক উদ্বেগ আর অস্থিরতা কাজকর্মে বিঘ্ন ঘটাচ্ছে? গ্রীষ্মের কোন ফল স্বস্তি দিতে পারে?

ব্যস্ততম জীবনে উদ্বেগ আর অস্থিরতা নতুন নয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কোন ফল সাহায্য করতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১১:০১
Share:

প্রতীকী ছবি।

গরমে স্বস্তি দিতে পারে এমন খাবারের তালিকায় একেবারে উপরের দিকে থাকে তরমুজ। এই ফলে জলের পরিমাণ ৯২ শতাংশ। বাকি ৮ শতাংশ হল চিনি। শরীর শুকিয়ে যাওয়া গরমকালের অন্যতম প্রধান সমস্যা। তরমুজ শরীরের সজীবতা বজায় রাখে। তবে তরমুজের গুণ এখানেই সীমাবদ্ধ নেই। তরমুজ মানসিক উদ্বেগ দূর করতেও সহায়তা করে। তরমুজের এই উপকারিতার কথা অনেকেরই অজানা। তবে চিকিৎসকেরা অবশ্য এই বিষয়ে সিলমোহর দিয়েছেন।

Advertisement

তরমুজে রয়েছে ভিটামিন বি৬, যা উদ্বেগ কমায়। মানসিক স্থিরতা বজায় রাখে। অনেকেই আছেন যাঁরা অল্পতেই অস্থির হয়ে পড়েন। তাঁদের জন্য তরমুজ কিন্তু সত্যিই উপকারী হতে পারে। মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে কেন তরমুজের উপর ভরসা করা যায়?

বিভিন্ন ভিটামিনে সমৃদ্ধ তরমুজ

Advertisement

চিকিৎসকেদের মতে, মানসিক উদ্বেগের অন্যতম একটি কারণ হল শরীরে ভিটামিন এ, সি এবং ই-এর ঘাটতি। এই ভিটামিনের অভাবে অস্থিরতা, অবসাদের জন্ম হয়। ভিটামিন সি তো বটেই, বাকি উপাদানগুলিও তরমুজে ভরপুর পরিমাণে রয়েছে। তরমুজ শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে মনের যত্ন নেয়।

তরমুজ যত্ন নেয় মনের। ছবি: সংগৃহীত।

পেটের স্বাস্থ্য ভাল রাখে

পেটের স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যেরও যোগাযোগ রয়েছে। পেটখারাপ হলে কিংবা অন্য কোনও সমস্যা হলে মনের উপরেও তার প্রভাব পড়ে। এ ক্ষেত্রে তরমুজ তাই গোড়া থেকে সমস্যার সমাধান করে। তরমুজে থাকা পলিফেনল ব্যাক্টেরিয়া সংক্রমণের আশঙ্কা দূর করে পেটের খেয়াল রাখে।

শরীরে আর্দ্রতা বজায় রাখা

তরমুজ হল জলের সমৃদ্ধ উৎস। শরীরে জলের ঘাটতি তৈরি হতে দেয় না এই ফল। শরীরে জলের অভাব ঘটলে নানা ধরনের সমস্যা দেখা যায়, অবসাদ এবং উদ্বেগ তার মধ্যে অন্যতম। সেই ঝুঁকি এড়াতে পারে প্রচুর জলসমৃদ্ধ তরমুজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement