Health

Headache Reasons: প্রায়ই মাথা যন্ত্রণায় ভোগেন? মাথা ব্যথা কখন গুরুতর হয়ে উঠতে পারে

বিভিন্ন কারণে মাথা যন্ত্রণা হলেও অনেকেই তা এড়িয়ে চলেন। কী সমস্যা দেখা দিতে পারে এর ফলে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০৭:০৭
Share:

মাথা ব্যথাএড়িয়ে চলার প্রবণতা রয়েছে অনেকের মধ্যেই। ছবি: সংগৃহীত

সামান্য মানসিক চাপ পড়লেই মাথা দপদপ, রগের দু’পাশ ধরে যন্ত্রণা, ঘাড়-মাথা জুড়ে ব্যথা। মাঝেমাঝেই অনেকে এই রকম যন্ত্রণার শিকার হয়ে থাকেন। মাথা ব্যথা কিন্তু শরীরের অন্য কোনও সমস্যার ইঙ্গিত বহন করে। তাই মাথা ব্যথার সঙ্গে অন্য কোনও শারীরিক সমস্যা দেখা দিলে বাড়তি সুরক্ষা নেওয়া প্রয়োজন। সর্দিতে মাথা যন্ত্রণা হওয়া আর মাঝেমাঝে মাথা ব্যথায় কাবু হয়ে পড়া এক জিনিস নয়। অফিসে কাজ করছেন, হঠাৎই মাথা ব্যথা শুরু হল। খিদে পেয়েছে ভেবে তা এড়িয়ে গেলেন। সকালে ঘুম থেকে উঠেই মাথার দু’পাশে শুরু হল ব্যথা। ভাল ঘুম হয়নি ভেবে মাথা যন্ত্রণার সমস্যাটিও অত গুরুত্ব দিয়ে দেখলেন না। মাথা ব্যথাএড়িয়ে চলার প্রবণতা রয়েছে অনেকের মধ্যেই। আর তাতেই বাড়ে সমস্যা। অস্বাস্থ্যকর জীবনযাপন, অপর্যাপ্ত ঘুম, কম্পিউটার বা মোবাইলের দিকে বেশি ক্ষণ তাকিয়ে থাকলে মাথা যন্ত্রণার সমস্যা শুরু হতে পারে। তবে চিকিৎসকরা বলছেন, মাথা যন্ত্রণাও কিন্তু গুরুতর কোনও শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। তাই মাথায় ব্যথা হলে কোনও ভাবেই তা এড়িয়ে চলা ঠিক হবে না।

Advertisement

মাথা যন্ত্রণাও কিন্তু গুরুতর কোনও শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। ছবি: সংগৃহীত

মাথা ব্যথা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন কখন?

১) মাথা ব্যথার সময় একই জিনিস জোড়ায় দেখা। ইংরেজিতে যাকে ‘ডবল ভিশন’ বলে।

Advertisement

২) মাথা যন্ত্রণার সময় বমি পেলে।

৩) মাথা যন্ত্রণা সঙ্গে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া।

৪) ক্লান্তি ঘিরে ধরা। কোনও কাজ করতে ইচ্ছে না করা। প্রবল ঘুম পাওয়া।

৫) মাথা যন্ত্রণার সঙ্গে একনাগাড়ে বমি হওয়া।

৬) ওষুধ খাওয়ার পরেও মাথা যন্ত্রণা না কমা।

৭) মাথা ব্যথার সঙ্গেই জ্বর, অত্যধিক ঘাম হওয়া।

এই লক্ষণগুলি মাইগ্রেন, ব্রেন টিউমার বা অন্যান্য অনেক গুরুতর সমস্যার পূর্বাভাস হতে পারে। তাই মাথা যন্ত্রণার সঙ্গে এই আনুষঙ্গিক সমস্যাগুলি দেখা দিলে ফেলে না রেখে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement