Skin Cancer

ত্বকেও হতে পারে ক্যানসার! কোন লক্ষণগুলি দেখে তা বুঝবেন? কী ভাবে নেবেন সুরক্ষা

প্রতি বছর সারা বিশ্বে যত সংখ্যক মানুষ ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে ত্বকের ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেশি। কোন লক্ষণগুলি দেখে বুঝবেন আপনি ত্বকের ক্যানসারে আক্রান্ত?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:১০
Share:

ক্যানসার শরীরের যে কোনও অঙ্গে হতে পারে। ছবি- প্রতীকী

অস্বাস্থ্যকর জীবনযাপন, রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনীর অত্যধিক ব্যবহার এবং আরও কয়েকটি কারণে ত্বকের ক্যানসারের ঝুঁকি ক্রমশ বেড়েই চলেছে। সমীক্ষা বলছে, প্রতি বছর সারা বিশ্বে যত সংখ্যক মানুষ ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে ত্বকের ক্যানসারে আক্রান্তেরে সংখ্যা বেশি। ক্যানসার শরীরের যে কোনও অঙ্গে হতে পারে। অঙ্গভেদে ক্যানসারের লক্ষণও আলাদা হয়। ত্বকের ক্যানসারের বেশ কয়েকটি উপসর্গের মধ্যে অন্যতম হল ঘাড়ে, মুখে এবং কানের কাছে মাংসপিণ্ড তৈরি হওয়া। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘বেসাল কার্সিনোমা’।

Advertisement

মূলত সূর্যের আলো শরীরের যে সব অংশে স্পর্শ করে, সেই অঙ্গগুলিতেই বিকাশলাভ করে এই ধরনের উপসর্গ। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের কারণ হতে পারে।

অঙ্গভেদে ক্যানসারের লক্ষণও আলাদা হয়। ছবি- প্রতীকী

কোন লক্ষণগুলি জানাবে ত্বকের ক্যানসারের কথা?

Advertisement

১) ত্বকে বাদামি, কালো বা গাঢ় কোনও রঙের দাগ।

২) মোমের মতো সাদা রঙের কোনও মাংসপিণ্ড।

৩) অন্য কোনও কারণে তৈরি হওয়া ক্ষত থেকে রক্তপাত।

এগুলি মূলত ত্বকের ক্যানসারের প্রাথমিক লক্ষণ। এর থেকে সুরক্ষিত থাকতে কিছু সাবধানতা মেনে চলা প্রয়োজন।

১) তীব্র রোদে বেশি বেরোবেন না। রোদ থাকাকালীন বাইরে গেলেও সানস্ক্রিন নিন। শীত এবং বর্ষাকালেও।

২) কোনও কারণ ছাড়াই ত্বক কিংবা ঘাড়ের কোনও অংশে মাংসপিণ্ড দেখা দিলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement