Cannabis for Cancer

গাঁজা পাতায় ক্যানসার সারবে? ১০ হাজার রোগীর উপর পরীক্ষা করে কী দাবি করলেন গবেষকেরা?

ক্যানসারের চিকিৎসায় নতুন পথের খোঁজ। গাঁজা পাতা থেকে তৈরি ওষুধ ক্যানসার কোষ নষ্ট করছে বলে দাবি গবেষকদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:০৪
Share:

গাঁজায় ক্যানসার সারবে? ছবি: ফ্রিপিক।

গাঁজা ক্যানসার সারাবে? আশ্চর্য হচ্ছেন তো? তবে এই গাঁজা চিকিৎসার জন্যই ফলানো হয়। ‘মেডিক্যাল ক্যানাবিস’ থেকে ক্যানসারের ওষুধ তৈরি করছেন গবেষকেরা। প্রায় হাজার দশেক রোগীর উপর পরীক্ষা করে সুফল পাওয়া গিয়েছে বলে দাবি। ‘ফ্রন্টিয়ার্স ইন অঙ্কোলজি’ জার্নালে এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে।

Advertisement

ব্রিটেনের হোল হেল্‌থ অঙ্কোলজি ইনস্টিটিউটের গবেষকেরা গাঁজা পাতা নিয়ে দীর্ঘ সময় ধরেই গবেষণা করছেন। তাঁরা জানিয়েছেন, গাঁজা পাতায় একটি উপাদান থাকে, যার নাম টেট্রাহাইড্রক্যানাবিনল। এটি ক্যানসার কোষ নষ্ট করতে পারে। শুধু ক্যানসার নয়, এই উপাদানটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দিতে পারে। গবেষণায় এ-ও দেখা গিয়েছে, এডস রোগীদের উপরেও ভাল কাজ করতে পারে এই উপাদানটি। শরীরের প্রদাহ কমাতে এর বিশেষ ভূমিকা রয়েছে।

গাঁজা পাতা থেকে তৈরি ওষুধ ইঁদুরের উপরেও পরীক্ষা করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন ক্যানসার চিকিৎসক রিয়ান কাসল। তিনি জানান, পরীক্ষা করে দেখা গিয়েছে ক্যানসার রোগীদের শরীরের প্রদাহ কমাতে পারছে এই ওষুধ। পাশাপাশি, এটি ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজনও থামিয়ে দিতে পারে। শরীরের সঙ্গে মানসিক স্বাস্থ্যও ভাল রাখতে পারে ওষুধটি। অতিরিক্ত উদ্বেগ-উৎকণ্ঠা কমাতেও গাঁজা পাতা থেকে তৈরি ওষুধ কার্যকরী হতে পারে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

ক্যানসার কোষ নষ্ট করতে রেডিয়োথেরাপি ও কেমোথেরাপির উপরেই বেশি ভরসা করা হয়। এই পদ্ধতিতে ক্যানসার কোষ নষ্ট হয় ঠিকই, কিন্তু আশপাশের সুস্থ কোষগুলিরও ক্ষতি হতে থাকে। ফলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট নয়, রোগ প্রতিরোধ শক্তি কমতে থাকে। গাঁজা পাতা থেকে তৈরি ওষুধ শরীরের সুস্থ কোষগুলির ক্ষতি করবে না বলেই দাবি করা হয়েছে। ওষুধটি সরাসরি ক্যানসার কোষের বিনাশ ঘটাবে, পাশাপাশি শরীরের টি-কোষকে (রোগ প্রতিরোধী কোষ) সক্রিয় করে ক্যানসার নির্মূল করতে সাহায্য করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement