Home Remedies

হঠাৎ কেটে গিয়েছে? বাড়িতে ওষুধ না থাকলেও ঘরোয়া কিছু টোটকা কিন্তু রয়েছে

কেটে যাওয়ার আকস্মিকতায় সিদ্ধান্ত নিতে না পেরে এমন কিছু ভুল হয়ে যায়, যাতে ক্ষতস্থান শুকোতে দেরি হয়, সংক্রমণের আশঙ্কাও বাড়তে থাকে। তবে ঘরোয়া কয়েকটি টোটকার উপর ভরসা রাখলে সমস্যা হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৮:০১
Share:

ছবি: সংগৃহীত।

তাড়াহুড়োয় অসাবধানতাবশত রাস্তাঘাটে এমনকি বাড়িতেও ছড়ে, কেটে যায়। আঘাতের অভিঘাত তত তীব্র না হলেও জ্বালা-যন্ত্রণা থাকেই। বাড়িতে শিশুরা থাকলে তো এ ধরনের চোট-আঘাতের ভয় অনেক বেশি। হঠাৎ করে কোথাও আঘাত পেয়ে কেটে গিয়ে রক্তপাত হলে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। কিন্তু সব সময় হাতের কাছে মলম থাকে না। অনেক সময় দেখা যায়, কেটে যাওয়ার আকস্মিকতায় সিদ্ধান্ত নিতে না পেরে এমন কিছু ভুল হয়ে যায়, যাতে ক্ষতস্থান শুকোতে দেরি হয়, সংক্রমণের আশঙ্কাও বাড়তে থাকে। তবে ঘরোয়া কয়েকটি টোটকার উপর ভরসা রাখলে রক্তক্ষরণ বন্ধ করে সংক্রমণের ঝুঁকি কমানো যেতে পারে।

Advertisement

হলুদ

দ্রুত ক্ষত নিরাময় করতে ওষুধের মতো কাজ করে হলুদ। সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকিও কমায় রান্নার এই একান্ত পরিচিত উপকরণটি। এতে রয়েছে ইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহনাশক হিসাবে কাজে করে। রক্তক্ষরণও বন্ধ করে হলুদ। অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিভাইরাল উপাদান সমৃদ্ধ হলুদ আঘাতপ্রাপ্ত স্থানে লাগালে ব্যথাও কমে যায়।

Advertisement

নারকেল তেল

রূপচর্চা ছাড়াও নারকেল তেল ছোটখাটো ক্ষত সারাতে দারুণ কাজ করে। সব্জি কাটতে কাটত হঠাৎ কেটে গেলে কিংবা মাছ ভাজতে গিয়ে পুড়ে গেলে ক্ষতস্থানে তুলোয় করে নারকেল তেল লাগান। ব্যথা কমে যাবে দ্রুত। নারকেল তেলে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান সংক্রমণের ঝুঁকি কমায়।

—প্রতীকী ছবি।

নিমতেল

নিমপাতায় রয়েছে অ্যান্টিসেপ্টিক উপাদান। যা ক্ষতস্থান দ্রুত শুকিয়ে তোলে। রক্তপাত বন্ধ করে। নিমপাতা বেটে কোনও ক্ষতের উপর দিলে কম সময়ের মধ্যেই সেরে যায়। নিমপাতা যে কোনও রকম সংক্রমণের সঙ্গে লড়াই করতে পারে। তাই দ্রুত সেরে উঠতে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন নিমপাতা বা নিমতেলের উপর।

টি ট্রি অয়েল

এই তেলে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, যা কাটা-ছড়া এবং অন্য যে কোনও ধরনের সংক্রমণের সঙ্গে অ্যান্টিবায়োটিক হিসাবে লড়াই করে। ফলে ব্যথা-যন্ত্রণা তো বটেই, এমনকি ক্ষত খুব গভীর হলেও টি ট্রির ব্যবহারে তা সেরে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement