প্রতীকী ছবি।
করোনা সংক্রমণের পরে কিছু উপসর্গ যেতে কেটে যাচ্ছে মাস খানেকের বেশি। সেরে ওঠার পরেও কারও কারও থেকে যাচ্ছে কাশি। কারও আবার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে রোগী যদি ডেল্টা রূপের ভাইরাসের দ্বারা সংক্রমিত হন, তবে তার জের সামলাতে হচ্ছে টানা অনেক দিন।
জেনে নিন কোন কোন ধরনের উপসর্গ বেশি থেকে যাচ্ছে ডেল্টা রূপের ভাইসারের সংক্রমণের পরে।
প্রতীকী ছবি।
১) শ্বাসকষ্ট: এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে করোনা থেকে সেরে ওঠার পরে। সিঁড়ি বেয়ে ওঠা বা অতিরিক্ত সময়ে কাজ করতে গিয়ে হাঁপিয়ে পড়ার ঘটনাও দেখা যায় এমন অনেকের ক্ষেত্রে।
২) ক্লান্তি: করোনায় আক্রান্ত হলে যে অসম্ভব ক্লান্তি থাকে, তা জানা। কিন্তু এমন সংক্রমণের ক্ষেত্রে ক্লান্তি থাকে মাসের পর মাস। কর্মশক্তি ফিরতে সময় লেগে যায় অনেক দিন।
৩) গায়ে ব্যথা: গা-হাত-পায়ে ব্যথা করোনা থেকে সেরে ওঠার পরেও থেকে যাচ্ছে এমন রোগীদের। কারও কারও মাসের পর মাস টানা বেশিক্ষণ বসে কাজ করতে অসুবিধা হয়, শুধুমাত্র কোমরে ব্যথার কারণে।