COVID-19

Covid Awareness: পরীক্ষা করাননি মানেই ‘নেগেটিভ’? অতিমারিতে পরিবারকে সুরক্ষিত রাখবেন কী ভাবে

আপনার থেকে যেন আর কারও কাছে সংক্রমণ না ছড়ায়, সে দায়িত্বও রয়েছে। এ সময়ে নিজেকে এবং পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে কয়েকটি কথা মনে রাখুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১২:০৮
Share:

প্রতীকী ছবি।

করোনার দাপট আবার তীব্র। ঘরে ঘরে এখন ওমিক্রনের সংক্রমণে ভুগছেন অনেকেই। তারই সঙ্গে রয়েছে সাধারণ সর্দি-জ্বর। কলকাতা শহরের প্রায় প্রতিটি বাড়িতে কেউ না কেউ এখন সর্দি-কাশিতে ভুগছেন। তাঁদের কেউ করোনা পরীক্ষা করাচ্ছেন, কেউ কেউ করাচ্ছেন না। ফলে তাঁরা ‘পজিটিভ’ না ‘নেগেটিভ’, জানাও যাচ্ছে না। তবে পরিচিতেরা পরীক্ষা করাননি বলে যে তাঁর বাড়িতে সর্দি-কাশির রোগী থাকলেও সেখানে গিয়ে অকারণ সময় কাটাচ্ছেন, এমনটা আর করবেন না। কারণ, দু’টি টিকা নেওয়া থাকলেও কেউ যে সম্পূর্ণ সুরক্ষিত নন, তা মনে রাখা জরুরি। নিজের অল্প ঠান্ডা লাগার সমস্যা হলেও সাবধান হতে হবে। আপনার থেকে যেন আর কারও কাছে সংক্রমণ না ছড়ায়, সে দায়িত্বও রয়েছে।

Advertisement

প্রতীকী ছবি।

এ সময়ে নিজেকে এবং পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে কয়েকটি কথা মনে রাখুন।

১) ওমিক্রন খুবই ছোঁয়াচে। বাড়ির এক জনের হলে অন্যের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

Advertisement

২) সামান্য সর্দি-কাশি হলেই অন্যদের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন।

৩) ওমিক্রনের উপসর্গ অনেকের ক্ষেত্রেই বেশ মৃদু। তাই বলে অবহেলা করবেন না।

৪) নাক দিয়ে জল পড়া, গলা ব্যথার মতো সমস্যা হলেই চেষ্টা করুন পরীক্ষা করিয়ে নিতে। তাতে বাড়ির অন্যদের কিছুটা সুরক্ষিত রাখতে পারবেন।

৫) হালকা ঠান্ডা লাগার ভাব বুঝতে পারলেই পরিবারের বাকিদের সামনে যাওয়ার সময়ে মাস্ক ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement