অন্যান্য সমস্যা না থাকলে কোভিড সত্ত্বেও রোগীর জীবন বাঁচাতে অস্ত্রোপচার করা যেতেই পারে।
কোভিড পরিস্থিতি যত উদ্বেগজনক হয়ে উঠছে ততই চাপ বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থার উপর। যেহেতু বিভিন্ন আনুষাঙ্গিক অসুস্থতা বা কো-মর্বিডিটি থাকলে এই রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তাই এই সময়ে অন্যান্য রোগের চিকিৎসা নিয়ে কিছুটা সঙ্কোচবোধ করেন রোগীদের একাংশ। কোভিডের বাড়বাড়ন্তের মধ্যে যাঁদের হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে তারা আদৌ অস্ত্রোপচারের দিকে যেতে পারেন কি না তা নিয়ে জনমানসে রয়েছে ধন্দ।
আগের কোভিড স্ফীতিতে চিকিৎসকরা হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার করার ঝুঁকি নিতে না চাইলেও বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে চিকিৎসকরা অস্ত্রোপচারে পিছপা হচ্ছেন না।
আনন্দবাজার অনলাইনের ইউটিউব ও ফেসবুক লাইভের ‘ভরসা থাকুক’ অনুষ্ঠানে হাজির হয়ে হৃদ্রোগীদের জন্য আশার কথা শোনালেন হৃদ্রোগ বিশেষজ্ঞ কার্তিক বিশ্বাস। আগের কোভিড স্ফীতিতে চিকিৎসকরা হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার করার ঝুঁকি নিতে না চাইলেও বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে চিকিৎসকরা অস্ত্রোপচারে পিছপা হচ্ছেন না।
কার্তিক বাবু জানান, ‘‘চিকিৎসকরা এখন বলছেন পরিস্থিতি অনুযায়ী যদি প্রয়োজন হয় তবে তাঁরা অস্ত্রোপচার করতে রাজি।’’ তাঁর বক্তব্য, আগে কোভিড সম্পর্কে সীমিত জ্ঞানের জন্যই ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি। কিন্তু এখন অন্যান্য সমস্যা না থাকলে কোভিড সত্ত্বেও রোগীর জীবন বাঁচাতে অস্ত্রোপচার করা যেতেই পারে।