Health Benefits of Paan

ভাইফোঁটার ভোজের শেষে পান খাচ্ছেন অনেকেই, শরীরের ক্ষতি হচ্ছে না উপকার?

বাড়িতে কোনও দিন বিশেষ ভোজের আয়োজন করা হলেও শেষে পানের ব্যবস্থা রাখতেই হয়। তবে পান কি শুধুই মুখশুদ্ধি? মোটেও নয়। পান দূরে রাখতে পারে অনেক ধরনের শারীরিক সমস্যাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:৪৩
Share:

রোজ পান খাওয়া কতটা স্বাস্থ্যকর? ছবি: শাটারস্টক।

বহু বাঙালি বাড়িতেই এক সময়ে খাওয়ার পরে পান খাওয়ার চল ছিল। তবে এই অভ্যাস এখন অনেকেরই নেই। ঘরে ঘরে পানের বাটাও রাখা হয় না আর। তবে নিমন্ত্রণ বাড়িতে পেটপুজোর শেষে পান পাওয়াই যায়। বাড়িতে কোনও দিন বিশেষ ভোজের আয়োজন করা হলেও শেষে পানের ব্যবস্থা রাখতেই হয়। তবে পান কি শুধুই মুখশুদ্ধি? মোটেও নয়। পান দূরে রাখতে পারে অনেক ধরনের শারীরিক সমস্যাও।

Advertisement

পান পাতার হরেক গুণ:

১. বাতের ব্যথা কমায়: আর্থ্রাইটিস-এর ব্যথা কমাতে সাহায্য করে পান পাতা।

Advertisement

২. হজমে সাহায্য করে: পান খেলে হজম ভাল হয়। গ্যাস, অম্বলের সমস্যাও কমে। এ ছাড়াও যাঁদের কোষ্ঠকাঠিন্য আছে তাঁদের জন্যেও পান উপকারী। গ্যাসট্রিকের ব্যথা কমাতে পান পাতা বিশেষ ভাবে সাহায্য করে।

৩. ত্বকের জন্য ভাল: পানে অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ আছে যা ব্রণ, ফুসকুড়ি সহজেই সারিয়ে তোলে। এ ছাড়াও ত্বকে অ্যালার্জি, কালো ছোপ, সান বার্ন হলেও কয়েকটা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগাতে পারেন। সুফল মিলবে।

৪. সর্দি-কাশিতে উপশম: গরমের দিনে ঘাম বসে অনেকের সর্দি-কাশি হয়। এসব সারাতেও পান বেশ উপকারী। জলে পান পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। গরম গরম এই পানীয় পান করলে সর্দি-কাশি থেকে দ্রুত আরোগ্য মিলবে।

৫. বিপাকহার বাড়ায়: নিয়মিত পান খেলে শরীরের বিপাকহার বাড়ে। এর ফলে রক্ত সঞ্চালনও ভাল হয়।

পান খাওয়ার সময় কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে?

১. পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে­ পানের সব গুণ নষ্ট হয়ে যায়

২. খালি পেটে পান খাওয়া উচিত নয়

৩. পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না

৪. পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে সংক্রমণ হতে পারে

৫. পানে বেশি মাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়

৬. অন্তঃস্বত্ত্বা মহিলাদের পান খাওয়া উচিত নয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement