বিএড-এর পাঠক্রমে রামধনু

শিক্ষা ব্যবস্থা নিয়ে ছবি। আর তাই কি শিক্ষকদের প্রশিক্ষণ পর্যায়ের পাঠ্যক্রমের মধ্যে রাখা হচ্ছে এই ছবি? হ্যাঁ, ঠিক তাই। বিশ্বভারতীর বিএড পাঠ্যক্রমে এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রামধনু’র চিত্রনাট্যকেও রাখা হচ্ছে। বিনয় ভবনের অধ্যক্ষ ও অধিকর্তা (শিক্ষা ও উদ্ভাবনী শিক্ষা বিভাগ) সবুজকলি সেন ‘রামধন’ু ছবিটি দেখেছেন এবং বিএডের ছাত্রছাত্রীদের ছবিটি দেখাবার সিদ্ধান্তও নিয়েছেন। “বিএডের কোর্সে কমিউনেকশন স্কিল বলে একটা পেপার রয়েছে। তারই একটি ইউনিটের এক বিভাগ হল সিনেমা।

Advertisement

লিখছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত

শেষ আপডেট: ২০ জুন ২০১৪ ০০:০৫
Share:

‘রামধনু’ দেখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর নিজের বাড়িতে চায়ের আড্ডায় গার্গী রায়চৌধুরী, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-এর সঙ্গে। ছবি: কৌশিক সরকার

শিক্ষা ব্যবস্থা নিয়ে ছবি। আর তাই কি শিক্ষকদের প্রশিক্ষণ পর্যায়ের পাঠ্যক্রমের মধ্যে রাখা হচ্ছে এই ছবি?

Advertisement

হ্যাঁ, ঠিক তাই। বিশ্বভারতীর বিএড পাঠ্যক্রমে এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রামধনু’র চিত্রনাট্যকেও রাখা হচ্ছে।

বিনয় ভবনের অধ্যক্ষ ও অধিকর্তা (শিক্ষা ও উদ্ভাবনী শিক্ষা বিভাগ) সবুজকলি সেন ‘রামধনু’ ছবিটি দেখেছেন এবং বিএডের ছাত্রছাত্রীদের ছবিটি দেখাবার সিদ্ধান্তও নিয়েছেন। “বিএডের কোর্সে কমিউনেকশন স্কিল বলে একটা পেপার রয়েছে। তারই একটি ইউনিটের এক বিভাগ হল সিনেমা। সেই বিভাগে আমরা ‘রামধনু’কে অন্তর্ভুক্ত করছি,” বলছেন তিনি। শুধু ‘রামধনু’ নয়, অন্য কয়েকটি ছবিও আছে। বাংলা ছবির পাশাপাশি আছে হিন্দি ছবিও। উল্লেখ্য ছবিগুলো হল ‘দো আঁখে বারা হাত’, ‘তারে জমিন পর’, ‘থ্রি ইডিয়টস’, ‘হীরক রাজার দেশে’, ‘গুপী গায়েন বাঘা বাইন’, ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘ইচ্ছে’ এবং ‘মুক্তধারা’।

Advertisement

“পরিচালক নয়, বিষয় দেখেই ছবিটি বাছাই করেছি। আরও একটা বাংলা ছবি রয়েছে। নাম ‘প্যারাবোলা স্যার’,” বলছেন সবুজকলি। আগামী জুলাই থেকে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে সেখানে এই চলচ্চিত্র বিভাগও থাকবে। তবে বিষয়টি নিয়ে চর্চা শুরু হবে দ্বিতীয় সেমেস্টার থেকে। ফিল্ম দেখানো ছাড়াও থাকবে ছবির বিষয় ও চিত্রনাট্য নিয়ে আলোচনা। ছাত্রছাত্রীদের এই সব ছবির ওপর পরীক্ষাও দিতে হবে। ছবিগুলোর সমালোচনাও লিখতে হতে পারে। “বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীদের কী বক্তব্য তা আমরা জানতে চাইব। শিক্ষকদের তো কেরিয়ার কাউন্সেলিং ও গাইডিংও করতে হয়। তাই এই ধরনের ছবি নিয়ে পড়লে আমাদের সুবিধে হয়,” বলছেন সবুজকলি।

স্বাভাবিক ভাবেই এই খবরে খুব উৎসাহিত টিম ‘রামধনু’। শিবপ্রসাদের ভাষায়,“গত বছর লিগাল অ্যান্ড সাইকোলজিকাল কাউন্সেলিং অন ওম্যান ইন ডিসট্রেস বিষয়ক ২১ দিনের সার্টিফিকেট কোর্সে ‘ইচ্ছে’ ছবিটা দেখানো হয়েছিল। সেখানে একটা ইন্টার্যাকটিভ সেশনও ছিল। পশ্চিমবঙ্গের লিগাল এইড সার্ভিসের কাউন্সেলিং সংক্রান্ত স্নাতকোত্তর পাঠ্যক্রমে ‘মুক্তধারা’ দেখানো হয়েছে। তা ওদের কোর্সেও রাখা হয়েছে। এখন বিশ্বভারতীর বিএডের কোর্সেও আমাদের ছবিগুলো রাখা হল। দর্শকদের ভাল লাগার পাশাপাশি বিভিন্ন পাঠ্যক্রমে ছবিগুলো থাকায় আমরা খুবই উৎসাহিত হচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement