একজন কবি, একজন সুরকার, একজন গায়ক। তিন জন মিলে এক যাত্রা। কবির নাম শ্রীজাত, সুরকার হলেন শান্তনু মৈত্র, গায়ক পাপন। আর তাঁদের নেপথ্যে থাকছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথের ‘মাতৃবত্সল’ কবিতাটিকে হিন্দি গানের বাণীতে রূপান্তরিত করে মিউজিক ভিডিয়ো শ্যুট করা হবে স্টার ওয়ার্ল্ডের জন্য। সঙ্গীত প্রকল্প ‘ডিওয়ারিস্ট’ স্টার ওয়ার্ল্ডের জন্য এই অনুষ্ঠানটি করছে। ডিওয়ারিস্টের আগের মরসুমে শান্তনু ছিলেন এবং এই সিজনে তাঁর সঙ্গে যুক্ত হলেন শ্রীজাত ও পাপন। এই ত্রয়ীর সৃষ্টি বাংলা গান কিন্তু এর মধ্যেই শ্রোতারা শুনেছেন ‘বুনো হাঁস’ ছবির মাধ্যমে। এই অনুষ্ঠানের শ্যুটিং হবে কাশ্মীরে। শ্যুটিংয়ে অবশ্য যাচ্ছেন শুধু পাপন ও শান্তনু। খলিল জিব্রান, গালিব, রুমি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এই বছরের অনুষ্ঠানে শ্রীজাতর মতো বাঙালি কবি ও গীতিকারকেও যুক্ত করা হয়েছে।
রবীন্দ্রনাথের ‘মাতৃবত্সল’ কবিতার ছায়া অবলম্বনে নতুন হিন্দি লিরিক লিখেছেন শ্রীজাত। শান্তনু মৈত্র সেই গানের সুরও করে ফেলেছেন। তাঁর খুবই পছন্দ হয়েছে শ্রীজাত-র গানের কথা। কিন্তু কেন শ্রীজাতকে নেওয়া হল এই হিন্দি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে? শান্তনু বললেন, “শ্রীজাত হিন্দি, বাংলা, উর্দু তিনটে ভাষাতেই সমান দক্ষ। দ্বিতীয়ত কবিসত্তা ছাড়াও ওর মধ্যে একজন গীতিকার আছে। ওর লেখা হিন্দি গান শুনে মনে হয়েছে এই মিউজিক ভিডিয়োতে শ্রীজাতকে অংশগ্রহণ করতে আহ্বান জানানো যায়।”
অন্য দিকে শ্রীজাত বলছেন, “আমি হিন্দি গান লিখলেও সর্বভারতীয় স্তরে এর আগে আমার কোনও পরিচিতি হয়নি। এই বার রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে আমার লেখা হিন্দি গান সর্বভারতীয় শ্রোতা- দর্শকের কাছাকাছি পৌঁছবে আশা করছি।”
অসমিয়া গায়ক পাপনকেই বা কেন নেওয়া হল মিউজিক ভিডিয়ো-তে? শান্তনু বলছেন, “পাপনের গলায় একই সঙ্গে আছে স্বপ্নালু ভাব। রয়েছে মাটির টান। যা কিনা রবীন্দ্রনাথের ‘মাতৃবত্সল’ কবিতার ভাবের সঙ্গে ভাল মানাবে।” এই অনুষ্ঠান যেমন এক ভাবে গানের আসর, তেমনি অন্য দিকে ভ্রমণ বৃত্তান্ত। বিভিন্ন শিল্পীকে ভারতের নানা জায়গায় নিয়ে গিয়ে যশস্বী কবিদের শ্রদ্ধার্ঘ্য দেওয়ার ফাঁকে ফাঁকে ফুটে উঠবে একটি ভ্রমণ বৃত্তান্ত। গানের দৃশ্যের মধ্যে থাকবে কবিদের নিয়ে কথা। আজও যে কিংবদন্তি কবিদের আবেদন অবিনশ্বর তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই সিরিজে।