Zaira Wasim

কাশ্মীরের জন্য জ়াইরা

জাইরার লেখার মূল বক্তব্য, কাশ্মীরিদের কণ্ঠরোধ করা ও তাঁদের স্বাধীন মতামত প্রকাশ করতে না দেওয়া নিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৮
Share:

অভিনেত্রী জ়াইরা ওয়াসিম।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরিদের জন্য আবার এক ছত্র লিখলেন অভিনেত্রী জ়াইরা ওয়াসিম। জাইরার লেখার মূল বক্তব্য, কাশ্মীরিদের কণ্ঠরোধ করা ও তাঁদের স্বাধীন মতামত প্রকাশ করতে না দেওয়া নিয়ে। ৩৭০ ধারা রদ হওয়ার পরে দীর্ঘদিন ধরে কাশ্মীর ও তার সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। গত ২৫ জানুয়ারি সেই পরিষেবা আবার চালু করা হয়। জ়াইরা সেই সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর পোস্টে। প্রশাসনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘কর্তৃপক্ষ সন্দেহ নিরসন তো করেই না, বরং ক্ষমতা প্রয়োগ করে আমাদের কণ্ঠরোধ করে চলেছে।’’ সংবাদমাধ্যমে যা বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলতে বলেছেন জ়াইরা। যিনি ধর্মীয় সংস্কারের কারণ দেখিয়ে গত বছর ঘোষণা করেছিলেন, আর অভিনয় করবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement