জ়ায়রা
অভিনয় না করলেও বিতর্ক ও খবরে থাকা জ়ায়রা ওয়াসিমের দৈনন্দিন ব্যাপার। সম্প্রতি পশ্চিম ভারত জুড়ে পঙ্গপালের আক্রমণের ঘটনাকে জ়ায়রা অন্য ভাবে প্রদর্শন করেন। কোরানের উদ্ধৃতি তুলে জ়ায়রা বলেন, রক্তক্ষরণ, বন্যা, পঙ্গপালের মাঝে বেঁচে থাকার কারণ আসলে মানুষের অপকর্ম ও পাপের ফল। স্বাভাবিক কারণেই এ বক্তব্যের পরে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন এবং ইনস্টাগ্রাম, টুইটার থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দেন। পাশাপাশি ডিলিট করে দেন কোরানের উদ্ধৃতি-সহ বক্তব্যও।
আবার দিন কয়েকের মধ্যেই জ়ায়রা ফিরে এসেছেন সোশ্যাল মিডিয়ায়। তার কারণ হিসেবে স্পষ্ট বলেছেন, ‘‘যতই হোক, সকলের মতো তো আমিও মানুষ। যখন অনেক কিছু মাথা আর মনের মধ্যে চলে, তখন এ সমস্ত কিছু থেকে বিরতি নেওয়াই শ্রেয়।’’ যদিও জ়ায়রার এ হেন ‘ভাঙব তবু মচকাব না’ গোছের বক্তব্যে শুরু হয়েছে ফের ট্রোলিং।
তাই জ়ায়রা ফের নিজের বক্তব্য ডিলিট করে দেন। যদিও এ যাত্রায় এখনও গোঁসা করে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট বন্ধ করেননি!