porimoni

Porimoni: আদালতে পরীমণি, জামিনের আবেদন মঞ্জুর হবে? প্রহর গুনছে বাংলাদেশ

বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর তিনটের সময় শুনানি হওয়ার কথা।  সূত্রের খবর, সিআইডি আর রিমান্ড চাইবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৪:২১
Share:

পরীমণি।

দ্বিতীয় দফার রিমান্ড শেষে শুক্রবার মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণিকে আদালতে তোলা হয়েছিল। পরীমণি-সহ পাঁচজনকে নিয়ে মাইক্রোবাসে সিআইডি কার্যালয় থেকে আধিকারিকরা পৌঁছে যান আদালত চত্বরে। আপাতত আদালতের হাজতখানায় আছেন পরীমণি ও অন্য অভিযুক্তরা।

Advertisement

বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর তিনটের সময় শুনানি হওয়ার কথা। সূত্রের খবর, সিআইডি আর রিমান্ড চাইবে না। ফলে পরীমণির জামিনে মুক্তির সম্ভাবনা প্রবল।

পরীমণির মুক্তির দাবিতে যারা মুখর হয়েছেন, তাঁরা এখন সময় গুনছেন। তিনটে থেকে শুনানির পর আদালত কী রায় দেবে, তার অপেক্ষায় পরীমণির সমর্থকরা। পরীমণি জামিন না পেলে তাঁরা জানাবেন পরবর্তী পদক্ষেপের কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement