Prashant Kishore

PK and SRK: পিকে-কে নিয়ে শাহরুখের নতুন ওয়েবসিরিজ? ‘মন্নত’-এ প্রশান্ত ও কিং খানের বৈঠক নিয়ে জল্পনা

সূত্রের খবর, শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর তরফে তাঁকে ডাকা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৯:৩১
Share:

প্রশান্ত ও শাহরুখ

শুক্রবার সন্ধ্যে ৭টায় শাহরুখের সঙ্গে বৈঠক বসলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। শাহরুখের ‘মন্নত’-এ পৌঁছেছেন পিকে। সূত্রের খবর, শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর তরফে তাঁকে ডাকা হয়েছে। পিকে-র জীবনকাহিনি নিয়ে ওয়েবসিরিজ করার পরিকল্পনা করছেন শাহরুখ। প্রশান্ত কিশোর সেই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা, সেই বিষয়ে কোনও তথ্য এখনও মেলেনি।

Advertisement

২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিনই পিকে জানিয়েছিলেন, রাজনীতির ময়দান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভোটকৌশলীর কাজ আর করবেন না। পরবর্তী জীবন ও পেশা সংক্রান্ত একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছিলেন পিকে। কিন্তু সেই বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দেননি।

বলিউডের কিং খানের সঙ্গে তাঁর বৈঠক নিয়ে নেটমাধ্যমে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই বৈঠক নিছক সাক্ষাৎ নয়, চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement