ভাইয়ের বিয়েতে আলিয়া ভট্টের সঙ্গে রণবীর কপূর। ছবি: সংগৃহীত।
রণবীরের পিসির ছেলে আদর জৈনের বিয়ে। কপূর পরিবারের তাবড় তারকার আলোয় ঝলমল অনুষ্ঠানবাড়ি। ছবিশিকারিদের সামনে সকলেই এসে দাঁড়িয়েছেন, ঝলকে উঠেছে আলো। কিন্তু এ কি করলেন রণবীর কপূর?
শুক্রবার রাতে রণবীরের হাত ধরে বিয়েবাড়িতে আসেন আলিয়া ভট্ট। পরনের গোলাপি রঙের শাড়িতে ঝিলমিলিয়ে উঠেছে সিকুইনের কাজ, গলার কুন্দনের হার। খোঁপা বাঁধায় খানিক প্রাচীন পন্থা অবলম্বন করেছিলেন আলিয়া। রণবীরের পরনেও গাঢ় সবুজ রঙের গলাবন্ধ ও সাদা পাজামা।
জুটিকে দেখেই ছবিশিকারিরা ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। রণ-আলিয়ার উদ্দেশে তাঁরা প্রশংসাসূচক ভঙ্গিতে বলে ওঠেন, ‘‘বলিউডের এক নম্বর জুটি।’’ সলজ্জ হেসে তাঁরা এগিয়ে যান ভিতরে প্রবেশের জন্য। এমন সময় আলিয়াকে একা ছবি তোলানোর জন্য বলতে থাকেন রণবীর। নিমরাজি হয়ে ফিরে আসেন অভিনেত্রী, দাঁড়িয়েও পড়েন ক্যামেরার সামনে। তত ক্ষণ অপেক্ষা করছিলেন রণবীর। এ বার তাঁর দিকেও ধেয়ে আসে অনুরোধ, একা ছবি তোলার। কিন্তু ছবি শিকারিদের দিকে হাত নেড়ে নিজস্ব ভঙ্গিতে অভিনেতা বলে ওঠেন, “আরে পাগল নাকি!” তার পর চলে যান ভিতরে। তত ক্ষণে হাসিতে ফেটে পড়েছেন ছবিশিকারিরা। সে হাসির রেশ দেখা গিয়েছে আলিয়ার মুখেও।
কেন একা ছবি তোলাতে রাজি হলেন না রণবীর? এ প্রশ্নে অবশ্য খুব বেশি আগ্রহ নেই নেটাগরিকদের। এই মজার ভিডিয়োর মধ্যেও তাঁরা মজে রয়েছেন অভিনেতার নিজস্ব মেজাজে। যে ভাবে তিনি তাকিয়েছেন আলিয়ার দিকে, তাতেই ঘায়েল তাবড় অনুরাগী। এক অনুসরণকারী লিখেছেন, “কী মিষ্টি করে আলিয়াকে একা ছবি তোলানোর জন্য বললেন। রণবীর খুবই মিষ্টি।” আর এক ভক্ত লিখেছেন, “ওঁদের দু’জনকে খুব সুন্দর লাগে একসঙ্গে।”