Katrina Kaif

চার বছরে চারটি ছবি! বিয়ের পর ক্যাটরিনা কি অভিনয় থেকে বিরতি নিয়েছেন?

চলতি বছরে জানুয়ারি মাসে মুক্তি পায় ক্যাটরিনা অভিনীত ছবি ‘মেরি ক্রিসমাস’। তার পর থেকে এখনো পর্যন্ত নতুন কোনও ছবির ঘোষণা করেননি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২০:০১
Share:

ক্যাটরিনা কইফ। ছবি: সংগৃহীত।

সোমবার ছিল ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলের তৃতীয় বিবাহবার্ষিকী। বিশেষ দিনে ভিকি-ক্যাটরিনা সমাজমাধ্যমনে ছবি পোস্ট করেছিলেন। জানা গিয়েছিল, বিশেষ দিনে তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। গত কয়েক বছরের দিকে চোখ রাখলে দেখা যাবে ছবির সংখ্যা কমিয়েছেন ক্যাটরিনা। বলিউডে গুঞ্জন, অভিনেত্রী নাকি অভিনয় থেকে বিরতি নিয়েছেন।

Advertisement

২০২১ সালে ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা এবং ভিকি। সে বছরই মুক্তি পায় ক্যাটরিনা অভিনীত ছবি ‘সূর্যবংশী’। পরবর্তী তিন বছরে একটি করে ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রীর— ‘ফোন বুথ’, ‘টাইগার ৩’ এবং ‘মেরি ক্রিসমাস’। চলতি বছর জানুয়ারি মাসে মুক্তি পায় ‘মেরি ক্রিসমাস’। লক্ষণীয়, তার পর থেকে ক্যাটরিনা নতুন কোনও ছবির ঘোষণা করেননি। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, বিয়ের পর পরিবারকেই সময় দিচ্ছেন ক্যাটরিনা। এ রকম ও শোনা গিয়েছে ক্যারিনা নাকি অন্তঃসত্ত্বা। তাই তিনি বিরতি নিয়েছেন।

কিন্তু ঘনিষ্ঠ সূত্রে অন্য খবর জানা যাচ্ছে। ক্যাটরিনা যে বিরতি নিয়েছেন, তা নিশ্চিত। জানা যাচ্ছে, গত কয়েক বছরে কাজ নিয়েই ব্যস্ত ছিলেন ক্যাটরিনা। ভিকিরও কাজের ব্যস্ততা ছিল। পাশাপাশি নিজের প্রসাধনী ব্যবসাতেও সময় দিচ্ছেন অভিনেত্রী। কিন্তু এই মুহূর্তে পরিবারেকে সময় দিতে চাইছেন ক্যাটরিনা। সূত্রের দাবি, ক্যাটরিনা চিত্রনাট্য বাছতে সময় নিচ্ছেন। বড় পর্দায় উপস্থিতির কোনও রকম লক্ষ্যমাত্রাকে সামনে রেখে অভিনেত্রী এগোতে নারাজ।

Advertisement

এর আগে শোনা গিয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জ়ারা’ ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্টের সঙ্গে থাকবেন ক্যাটরিনা। তবে এই ছবিটি আদৌ তৈরি হবে কি না, তা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তাই ক্যাটরিনাকে আবার আবার কবে বড় পর্দায় দেখতে পাবেন দর্শক, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement