রজনীকান্ত। —ফাইল ছবি।
তাঁর ছবির মুক্তি মানেই দক্ষিণ ভারতে অঘোষিত ছুটি ঘোষণা! সুপারস্টার রজনীকান্তের জনপ্রিয়তা এমনই। ‘গুরু’ থলাইভার সঙ্গে একটি বার দেখা করতে ‘ভক্ত’দের আবেগ যেন কখনই বশ মানতে চায় না। আর এ বার খোঁজ মিলল রজনীকান্তর আধ্যাত্মিক গুরুর! যাঁর শ্রদ্ধায় প্রতি বছর তীর্থযাত্রার আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার।
কে সেই গুরু?
ইন্ডিয়া টুডে’র খবরে প্রকাশ, সেই মহা-অবতার বাবার নিবাস সমুদ্রতল থেকে ৫ হাজার ফুট উঁচু এক গুহায়। দুনাগিরি পাহাড়ের উপরে। পরমহংস যোগানন্দের লেখা ‘অটোবায়োগ্রাফি অফ এ যোগী’ বইতে উল্লেখ আছে এই অধ্যাত্মিক গুরুর।
আরও পড়ুন: অমিতাভের নাতনি নভ্যার পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
সংবাদে প্রকাশ, উত্তরাখণ্ডের পর্বত-ঘেরা ওই গুহার বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাচ্ছে যোগা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া (ওয়াইএসএস)। যে গুহার চারপাশ বন-জঙ্গলপূর্ণ। রীতিমতো ঘণ্টা খানেক ট্রেকিং করে পৌঁছাতে হয় সেখানে।
আরও পড়ুন : ফেস্টিভ্যালের শুরুতেই ছন্দপতন, মাশুল গুনল বাংলা ছবি
গুরুর আবাসে বিভিন্ন উৎসবে যোগ দেন থলাইভা। এ ছাড়াও সেখানে মাঝে মধ্যেই যান তিনি। তেমনই এক দিনের কথা শোনালেন স্থানীয় এক ধাবার মালিক জিসি যোশী। বললেন, ‘‘হ্যাঁ তিনি আসেন। আমার ধাবা থেকে মশলা ছাড়া ডাল-ভাত খান। তিনি অতি সাধারণ মানুষ। খাওয়ার পর পাহাড়ের উপর সেই গুহায় যান। সেখানে ধ্যান করেন।’’ নিজের কথার প্রমাণ হিসেবে ধাবার দেওয়ালে ঝোলানো থলাইভা সঙ্গে বড় ছবিটার দিকে ইশারা করতেও ভুললেন না যোশী।