অভিজিত (গায়ক)
কুকুর রাস্তায় শুয়ে থাকবে, তো কুকুরের মতই মরবে। রাস্তা গরিবের বাবার সম্পত্তি নয়। আমি এক বছর ঘর ছাড়া ছিলাম। কিন্তু, রাস্তায় কখনও শুইনি।
পরেশ রাওয়াল (অভিনেতা)
পাঁচ বছর!!
সোনাক্ষী সিংহ (অভিনেত্রী)
ভয়ঙ্কর খবর। জানি না কী বলব! সলমন ভাল মানুষ। আর সেই গুণ ওর থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
দিয়া মির্জা (অভিনেত্রী)
সলমন আমার মায়ের জীবন বাঁচিয়েছিল। আমি সে কথা কখনও ভুলব না। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। এটা আমার স্বীকারোক্তি।
ফারহা খান (পরিচালক)
আমি দুবাইতে রয়েছি। কিন্তু মন পড়ে রয়েছে মুম্বইতে। সলমনের পরিবারের পাশে রয়েছি।
পরিণীতি চোপড়া (অভিনেত্রী)
আমরা সব সময় তোমার সঙ্গে আছি।
আলিয়া ভট্ট (অভিনেত্রী)
যখন কাছের লোক শাস্তি পায় তখনকার কষ্ট বলে বোঝানো যায় না। যদি সে ভুল হয় তাও শাস্তিটা মন থেকে মেনে নেওয়া যায় না। আমরা তোমাকে ভালবাসি। আমরা তোমার পাশে দাঁড়াব।
অর্জুন কপূর (অভিনেতা)
কোনও ব্যক্তি বা কোনও আদালত কী বলল তাতে কিছু যায় আসে না। এটা সলমনের প্রাপ্য নয়।
ঋষি কপূর (অভিনেতা)
এই কঠিন সময়ে কপূর পরিবার সলমনের পাশে রয়েছে। সময় সব কিছু বদলে দেয়। ঈশ্বর ওঁর সহায় হোন।
কোয়েল মল্লিক (অভিনেত্রী)
অনেক দিন ধরেই মামলা চলছিল। বার বার ভেবেছি সলমন মুক্তি পাবেন। কিন্তু আজ রায় শুনে খুব খারাপ লাগছে।
রাজ বব্বর (অভিনেতা)
সলমনের পরিবারকে ঈশ্বর শক্তি দিন। আমাদের সকলের প্রার্থনা ওদের সঙ্গে রয়েছে। আগামী পাঁচ বছর সলমন, ওর পরিবার এবং ইন্ডাস্ট্রির জন্য খুব কঠিন সময়।
চিরঞ্জীবী (অভিনেতা)
কেউই আইনের উর্ধ্বে নয়। আমার সহকর্মীর জন্য খারাপ লাগছে।
হেমা মালিনী (অভিনেত্রী)
খুব খারাপ লাগছে। কিন্তু কী করা যাবে! আদালতের রায় মানতেই হবে। সলমনের জন্য আমার সমবেদনা রয়েছে। প্রার্থনা করি যাতে ওর সাজা কিছুটা কম হয়।
সতীশ কৌশিক (অভিনেতা)
সলমন খানের জন্য প্রার্থনা করছি। ভগবান ওকে সব দিক থেকে সুখী করুন।
অর্পিতা খান (সলমনের বোন)
আমাদের জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমদের জন্য যাঁরা প্রার্থনা করছেন তাঁদের ধন্যবাদ।
শক্তি কপূর (অভিনেতা)
দুর্ভাগ্যজনক ঘটনা। আইন আইনের পথে চলবে।
রীতেশ দেশমুখ (অভিনেতা)
আদালতের রায় নিয়ে কিছু বলব না। তবে আমার খুব খারাপ লাগছে। ইন্ডাস্ট্রিতে এত বড় মনের মানুষ আমি কম দেখেছি।
রঘু রাম (সঞ্চালক, অভিনেতা)
সলমনকে কঠিন শাস্তি দিয়ে আলাদা উদাহরণ তৈরি করা ঠিক নয়।
প্রিয়া দত্ত (সঞ্জয় দত্তের বোন )
যে কোনও মানুষের পক্ষেই এই পরিস্থিতি সামলানো কঠিন। তবে, সলমন খুব শক্ত মনের মানুষ। সামলে নিতে পারবে বলে মনে হয়। আদালতের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত।
ওয়াজিদ আলি (মিউজিক কম্পোজার)
আমি শকড্। সলমন ভাই খুব সাচ্চা মানুষ। কিন্তু, আদালতের রায় আমাদের মানতেই হবে। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক।
অরবিন্দ ইনামদার (মহারাষ্ট্রের প্রাক্তন ডিজিপি)
এটা আইনের জয়। সত্যিটা এত দিনে সামনে এসেছে। আইন সেলিব্রিটি বা সাধারণ মানুষ সকলের জন্যই সমান। পুলিশ এই মামলায় খুব ভাল কাজ করেছে। ওদের কাছে সলমন মামলা একটা বড় চ্যালেঞ্জ ছিল।
মহেশ জেঠমলানি (আইনজীবী)
হাইকোর্টে আবেদন করলে সলমনের জামিন হতে পারে। ওর আইনজীবী নিশ্চয়ই সে চেষ্টা করবেন।