Sandipta Sen

বিয়ের পর প্রথম ‘ভ্যালেন্টাইন্‌স ডে’! প্রেম দিবস নিয়ে কী পরিকল্পনা সন্দীপ্তা-সৌম্যর?

বিয়ের পর এটা প্রথম ‘ভ্যালেন্টাইন্‌স ডে’ অভিনেত্রী সন্দীপ্তা সেনের। স্বাভাবিক ভাবেই উদ্‌যাপনের আলাদা পরিকল্পনা আছে। বিশেষ দিনটি কী ভাবে পালন করবেন সন্দীপ্তা আর সৌম্য?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৯
Share:

সৌম্য-সন্দীপ্তা। ছবি: সংগৃহীত।

চলছে প্রেমের সপ্তাহ। আগামী বুধবার ‘ভ্যালেন্টাইন্‌স ডে’। সে দিন আবার সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী যে এ বছর আরও রঙিন হতে চলেছে, তা আন্দাজ করা যায়। ভালবাসার উদ্‌যাপনের এমন দিনের জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। প্রেমের আলাদা কোনও দিন বা সপ্তাহ হয় না ঠিকই, তবে শুধু ভালবাসাময় একটা দিন হলে মন্দ হয় না। ভালবাসার দিনের উদ্‌যাপন নিয়ে মুখিয়ে থাকেন অনেকেই। বাদ যান না টলিপাড়ার তারকারাও। বিয়ের পর এটা প্রথম ‘ভ্যালেন্টাইন্‌স ডে’ অভিনেত্রী সন্দীপ্তা সেনের। স্বাভাবিক ভাবেই উদ্‌যাপনের আলাদা পরিকল্পনা আছে।

Advertisement

শনিবার হচ্ছে ‘টেডি ডে’। এ দিন সকালে ছোট ছোট টেডির সঙ্গে নিজের ইনস্টাগ্রামের পাতায় ছবি দিয়েছেন সন্দীপ্তা। বিবাহ পরবর্তী জীবনে এটা প্রথম ভালবাসার দিন বলে প্রেমের সপ্তাহের প্রত্যেকটি দিন পালন করছেন সন্দীপ্তা? আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘‘আরে, না না! একেবারেই না। এমন কোনও ব্যাপার নেই। আমরা এ রকম ভাবে বিষয়টাকে দেখি না। চকোলেট, টেডি বিয়ার, ফুল দেওয়ার হলে বছরের যে কোনও সময় দেওয়া যায়।’’

ভালবাসার এই বিশেষ দিন নিয়ে অনেকেরই নানা অভিজ্ঞতা রয়েছে। এই দিনটি নিয়ে সন্দীপ্তার কি বিশেষ কোনও স্মৃতি আছে? সহাস্যে গলায় সন্দীপ্তা বলেন, ‘‘আমার কোনও প্রেমিক ছিল না। কিন্তু আমার বন্ধুরা প্রেম করত। আমি বন্ধুদের হয়ে তাঁদের ভালবাসার মানুষদের জন্য রঙিন কাগজে উপহার মুড়ে দিতাম। কারণ, আমি ওই কাজটা করতে ভালবাসি। এবং ভাল পারিও।’’

Advertisement

প্রেম চলাকালীন আর বিয়ের পরের ‘ভ্যালেন্টাইন্‌স ডে’ উদ্‌যাপনের ধরন খানিকটা বদলে যায়। এ বছর কী পরিকল্পনা সন্দীপ্তা-সৌম্যের? সন্দীপ্তা খোলসা করলেন, ‘‘বিয়ের পর এটা আমাদের প্রথম ভ্যালেন্টাইন্‌স ডে। ওই দিন আবার সরস্বতী পুজোও আছে। সকালে আমি আর সৌম্য আমাদের ভবানীপুরের বাড়িতে যাব। ওখানে পুজো হয়। তার পর আমরা দু’জন মিলে দুপুরে কোথাও একটা খেতে যাব। ফিরে এসে কিছু একটা রান্না করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement