Ajay Devgn

অনলাইনেই আস্থা?

‘ভুজ’ ছবিটির কিছু অংশের শুট এখনও বাকি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০২০ ০০:৩৫
Share:

অজয়

সিনেমা হল কবে খুলবে, তা এখনও নিশ্চিত নয়। খোলার পরে দর্শক সমাগমও অনিশ্চিত। সেই কারণেই হয়তো একের পর এক প্রযোজক ওটিটি-তে ছবি রিলিজ় করার সিদ্ধান্ত নিচ্ছেন। সুজিত সরকার, কর্ণ জোহরের পরে এ বার অজয় দেবগণের নাম শোনা যাচ্ছে। অজয়ের প্রযোজনা ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ এবং ‘দ্য বিগ বুল’ দু’টি ছবি রয়েছে। সেই দু’টিই ওটিটি রিলিজ় করতে পারে বলে শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে।

Advertisement

‘ভুজ’ ছবিটির কিছু অংশের শুট এখনও বাকি। ‘দ্য বিগ বুল’-এর পোস্ট প্রোডাকশন শেষ পর্যায়ে। সূত্রের খবর, ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের উপরে তৈরি ওয়র ড্রামা ‘ভুজ’-এর বাকি থাকা অংশ নাকি এডিট এবং স্পেশ্যাল এফেক্টসের মাধ্যমে সেরে ফেলার কথা ভাবছেন নির্মাতারা। প্রযোজকের পাশাপাশি অজয় ছবির প্রধান চরিত্রও। এ ছাড়া রয়েছেন সঞ্জয় দত্ত ও সোনাক্ষী সিংহ। আর্থিক কেলেঙ্কারির সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ‘দ্য বিগ বুল’-এ অভিনয় করেছেন অভিষেক বচ্চন, ইলিয়ানা ডিক্রুজ় প্রমুখ। এই দু’টি ছবির মধ্যে ‘দ্য বিগ বুল’-এর অনলাইন প্রিমিয়ার প্রায় নিশ্চিত। বড় ক্যানভাসের পিরিয়ড ড্রামা ‘ভুজ’ নিয়ে বরং অজয় এখনও দোটানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement