ছবির একটি দৃশ্যে পায়েল। ছবি: ইউটিউবের সৌজন্যে।
দশমীর দিন ‘বিসর্জন’। এটাই এত দিন জানতেন তো? ভুল জানতেন।
বিশ্বাস হচ্ছে না তো? ভুল জানতেন। কারণ ‘দশমীর দিনে আগমন’। সৌজন্যে অম্লান।
আরও পড়ুন, এ কি ডামাডোল রে বাবা! দুগ্গার চক্ষু কপালে
বিষয়টা পুরো ঘেঁটে যাচ্ছে তো? বেশ, বুঝিয়ে বলা যাক।
দশমীর দিন দুর্গা প্রতিমার বিসর্জন। পুজো শেষের বাদ্যি বাজে ঠিকই। সেখানে কোনও ভুল নেই। কিন্তু দশমীর দিনও আগমন ঘটতেই পারে। যেমন এ বছর অম্নান নিয়ে আসছেন তাঁর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দশমীর দিনে আগমন’। সম্প্রতি এ ছবির টিজার রিলিজ হয়েছে। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, কোনও এক রহস্য লুকিয়ে রয়েছে ছবির অন্দরে। ছবির নামেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সমদর্শী দত্ত এবং পায়েল দে। শান্তিলাল মুখোপাধ্যায়ের অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে।