Entertainment News

বিয়ের বাজারে পিছিয়ে পড়া ‘টুকু’র গল্প বুনেছে ‘সোয়েটার’…

শেষ ফেব্রুয়ারির কলকাতায় গত কয়েক ঘণ্টা ধরে হঠাত্ বৃষ্টি। চলে যাওয়া শীতের হাওয়ায় মজে কলকাতা। ঠিক এই আবহেই মঙ্গলবার মুক্তি পেল শিলাদিত্যর নতুন ছবি ‘সোয়েটার’-এর ট্রেলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০০
Share:

ছবির দৃশ্যে ইশা।

‘তুমিও আমাকে রিজেক্ট করলে?...’ চোখ ভরা জল নিয়ে বলে মেয়ে। বিয়ের বাজারে বার বার বাতিল হতে থাকে। বাবার দীর্ঘশ্বাস, মায়ের টেনশন, বোনের অপেক্ষা বাড়তে থাকে। পাহাড়ি হাওয়ায় সে মেয়ে হেরে যায় প্রতিদিন…।

Advertisement

সে মেয়ে ‘টুকু।’ ‘সোয়েটার’-এর ‘টুকু।’ শিলাদিত্য মৌলিকের ‘টুকু’। অর্থাত্ অভিনেত্রী ইশা সাহা

ছোট থেকেই টুকু শুনেছে সে কিছুই পারে না। পর পর পাত্র ফিরে যায়। প্রেম করে বটে। তবে প্রেমিকও তার ওপর চোটপাট করে। এক মহিলা আসেন ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে। সোয়েটার বুনতে পারলে তবে ছেলের সঙ্গে বিয়ে দেবেন। অদ্ভুত শর্ত দেন তিনি। এ শর্তে বেঁকে বসেন টুকুর পিসি। তবুও পিসির কাছেই উল বোনা শিখতে থাকে টুকু। প্রাণপণ চেষ্টা করে যাতে একটা সোয়েটার বুনতে পারে। এর মধ্যেই আরও এক ছেলে আসে টুকুর জীবনে…। প্রেমিকের সামনে দিয়েই সে ছেলের এনফিল্ডে চেপে বসে টুকু। পাহাড়ি ঢালে ভাসতে থাকে স্বপ্নেরা…। দার্জিলিঙের লোকেশনে এ ভাবেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

শেষ ফেব্রুয়ারির কলকাতায় গত কয়েক ঘণ্টা ধরে হঠাত্ বৃষ্টি। চলে যাওয়া শীতের হাওয়ায় মজে কলকাতা। ঠিক এই আবহেই মঙ্গলবার মুক্তি পেল শিলাদিত্যর নতুন ছবি ‘সোয়েটার’-এর ট্রেলার। শ্রীলেখা মিত্র, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, অনুরাধা মুখোপাধ্যায়, সৌরভ দাস, ফারহান ইমরোজ, সিধুর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। তবে সকলকে ছাপিয়ে গিয়েছেন ইশা। ট্রেলারেই বোঝা যাচ্ছে তাঁর অভিনয় মুগ্ধ করবে দর্শককে। অন্তত এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

আরও পড়ুন, শ্রীলেখা-সিধুর ‘দাম্পত‍্য’... দার্জিলিঙে?

সব কিছু ঠিক থাকলে ‘সোয়েটার’ মুক্তি পাবে আগামী মার্চে। টুকুকে দেখতে আর দিন কয়েকের অপেক্ষা। সে ক’দিন ট্রেলারে শুনতে থাকুন… ‘তুমি কি শুনলে, না জেনে বুনলে, জট যাবেই পাকিয়ে…’— টুকুর জীবনের গল্প।

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement