Entertainment News

রঙে-রেখায়-গল্পে আঁকা ‘চিত্রকর’

এই ছবিতে ধৃতিমান ছাড়াও অপর শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এ ছাড়াও অরুণ মুখোপাধ্যায়, শুভ্রজিত্ দত্ত, দেবদূত ঘোষ প্রমুখের অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৮:৪২
Share:

ছবির একটি দৃশ্যে ধৃতিমান ও অর্পিতা।

তিনি গল্প বলেন। রঙে-রেখায় গল্প আঁকেন। চোখের দৃষ্টি নেই ঠিকই। কিন্তু রয়েছে প্রখর অন্তর্দৃষ্টি। তিনি বিজন বসু।

Advertisement

বিজনের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবেন পরিচালক শৈবাল মিত্র। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে তাঁর ‘চিত্রকর’। সেখানেই এক দৃষ্টিহীন শিল্পীকে নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন শৈবাল। দৃষ্টিহীন ওই শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ নিয়ে মুখ খুলবেন সৌরভ-প্রিয়ম

Advertisement

শৈবাল শেয়ার করলেন, ‘‘দুই প্রখ্যাত শিল্পী ভারতের বিনোদবিহারী মুখোপাধ্যায় ও আমেরিকার মার্ক রথকোর জীবনের দু’টি ছোট ঘটনা নিয়ে গল্প লিখেছি। শিল্পের বিভিন্ন মাধ্যম যেমন ছবি আঁকা হোক বা নাটক— যাঁরা যুক্ত সকলেই আইডেনটিফাই করতে পারবেন।’’

আরও পড়ুন, রীতার প্রয়াণে কথা বলতে পারছে না, কেঁদেই চলেছে ‘রাখি’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement