Entertainment News

মুসৌরিতে রহস্যের জাল বুনছে ‘ব্যোমকেশ গোত্র’র ট্রেলার

পুজোয় যদি বড়পর্দায় ব্যোমকেশের গোয়েন্দাগিরি দেখার সুযোগ মেলে, তা বোধহয় বাঙালির নস্ট্যালজিয়াকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। সেই সুযোগই এ বার করে দিচ্ছেন অরিন্দম। শ

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩২
Share:

ছবির দৃশ্যে অর্জুন এবং প্রিয়ঙ্কা। ছবি: ইউটিউবের সৌজন্যে।

মৃত্যুর সম্পর্ক নাকি সম্পর্কের মৃত্যু? ধাঁধা মনে হচ্ছে? কিন্তু এ প্রশ্নের উত্তর আপনি পাবেন আগামী ১২ অক্টোবর। কী ভাবে?

Advertisement

মুসৌরির পাহাড়ি সৌন্দর্য। এক আদ্যন্ত বহুগামী কামুক পুরুষ। কুয়াশায় ঘেরা রহস্যের জাল। হত্যা…। সেই প্রেক্ষাপটে ব্যোমকেশের রহস্যভেদ, সত্যবতীর প্রেম…। আর এক বছরের হোমওয়ার্কের পর পরিচালক অরিন্দম শীলের স্বপ্নের ব্যোমকেশ অর্থাত্ ‘ব্যোমকেশ গোত্র’-এর ঝলক। ঠিক এ ভাবেই মুক্তি পেল আসন্ন ছবি ‘ব্যোমকেশ গোত্র’-এর ট্রেলার। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ অক্টোবর।

পুজোয় যদি বড়পর্দায় ব্যোমকেশের গোয়েন্দাগিরি দেখার সুযোগ মেলে, তা বোধহয় বাঙালির নস্ট্যালজিয়াকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। সেই সুযোগই এ বার করে দিচ্ছেন অরিন্দম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তের দাগ’ গল্প অবলম্বনে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন তিনি। কলকাতার বদলে গল্পের প্রেক্ষাপট মুসৌরি। আসলে গল্প অনুযায়ী, স্বাধীনতা পরবর্তী কলকাতার পুনর্নির্মাণ বিভিন্ন কারণে সমস্যার ছিল। আর মুসৌরির গায়ে এখনও ব্রিটিশ স্থাপত্যের গন্ধ রয়েছে। সে কারণেই মুসৌরিকে বেছে নিয়েছিলেন পরিচালক।

Advertisement

আরও পড়ুন, বিয়ে কবে? ঐন্দ্রিলা বললেন...

ব্যোমকেশ-সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন সেই চেনা জুটি। আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। তবে অজিতের চরিত্রে বদল এসেছে। এর আগে অরিন্দমের ব্যোমকেশে অজিতের চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে দেখা গেলেও এ বার অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও অর্জুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, প্রিয়ঙ্কা সরকারের মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ মিলবে এই ছবিতে। অভিনয় করেছেন পরিচালক স্বয়ং। টিজার দেখার পরই ছবিটি নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল দর্শক মহলে। ট্রেলার সেই প্রত্যাশাকে বাড়িয়ে দিল আরও কয়েক গুণ।

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement