Vivek Agnihotri

অমিতাভের প্রতিবেশী হচ্ছেন বিবেক, কত কোটি খরচ হল ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর পরিচালকের?

‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ নিয়ে বির্তক থামার নামগন্ধ নেই। এর মাঝে নতুন খবর বিবেকের। খুব শীঘ্রই অমিতাভ বচ্চনের প্রতিবেশী হতে চলেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:৪৯
Share:

কোটি কোটি খরচ করে অমিতাভের প্রতিবেশী হচ্ছেন বিবেক। —ফাইল চিত্র।

চলতি বছরের ১১ মার্চ মুক্তি পায় ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি বিনোদনের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে রাজনীতির আঙিনায়। ছবির বিষয়বস্তু উত্তপ্ত কাশ্মীর। যত দিন এগিয়েছে, এই ছবি নিয়ে চর্চা তত বেড়েছে। যত বির্তক বেড়েছে, ততই দর্শক টেনেছে প্রেক্ষাগৃহ। বিশ্বব্যাপী প্রায় ৩২০ কোটি টাকা আয় করে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’। এক কথায় কোভিড পরবর্তী সময়ে অন্যতম সফল হিন্দি ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’। যদিও ফের এই ছবিকে ঘিরে মাথাচাড়া দিয়ে উঠেছে বির্তক। জড়িয়ে পড়েছে ইজরায়েল ও ভারতের কূটনৈতিক সম্পর্ক। কিন্তু এর মাঝেই কোটি কোটি টাকা খরচ করে অমিতাভ বচ্চনের প্রতিবেশী হতে চলেছেন বিবেক।

Advertisement

মুম্বইয়ের ভারসোভা এলাকায় একটি বিলাসবহুল আবাসনের ৩০ তলায় ফ্ল্যাট কিনলেন বিবেক। তিন হাজার ২৭৮ স্কোয়্যার ফিটের এই ফ্ল্যাট কিনতে প্রায় ১৭ কোটি টাকা খরচ করেছেন। ইতিমধ্যেই নথিপত্র জমা দিয়ে দিয়েছেন নির্দেশক। এমনিতেই গোটা বছর জুড়ে শিরোনামে রয়েছেন তিনি। তারই মাঝে নতুন ফ্ল্যাট কিনে তাক লাগালেন পরিচালক। কারণ ওই একই আবাসনের ৩১ তলায় ফ্ল্যাট রয়েছে স্বয়ং ‘বিগ বি’-র। তাই খুব শীঘ্রই বচ্চন পরিবারের প্রতিবেশী হয়ে যাবেন বিবেক-পল্লবী (পরিচালকের স্ত্রী এবং অভিনেত্রী)।

বিবেকের এই ছবির বিরুদ্ধে মূল অভিযোগ, ছবিটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রচারমূলক। কাশ্মীরের ঘটনাকে পর্দায় এনে এই ছবি ধর্মীয় বিদ্বেষমূলক মনোভাবকে প্রশ্রয় দিচ্ছে। তবে ছবি নিয়ে ভিন্ন মত বিবেকের। খুব শীঘ্রই ছবির সিক্যুয়েল আনতে চলেছেন পরিচালক। ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-কে নিয়ে বিতর্ক থামানো যাচ্ছে না। তবে বিতর্কই যে এই ছবির সাফল্যের চাবিকাঠি, তাতে সন্দেহ নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement