১৯৬৬-র জানুয়ারি। তাসখন্দে গিয়েছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী। সেখানেই ১১ তারিখে প্রয়াত হন তিনি।
লালবাহাদুরের মৃত্যু স্বাভাবিক ছিল কিনা, তা নিয়ে সেই সময়ই কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। এখনও সেই প্রশ্ন রয়ে গিয়েছে কারও কারও মনে। এ বার সেই কাহিনিই উঠে আসছে বড় পর্দায়।
পরিচালক বিবেক অগ্নিহোত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর পরবর্তী ছবি ‘দ্য তাসখন্দ ফাইলস্’। লালবাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর ওপর ভিত্তি করে এই ছবি তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, ‘একটা সময় কোনও চ্যানেলই আমার সঙ্গে কাজ করতে চায়নি’
বিবেক টুইট করেন, ‘১১ জানুয়ারি, ১৯৬৬- আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী তাসখন্দে রহস্যজনক ভাবে মারা গিয়েছিলেন। ৫২ বছর হয়ে গেল। এখনও সত্যিটা প্রকাশ পায়নি। বেশ কয়েক বছর গবেষণা করার পর আমি #দ্যতাসখন্দফাইলস্ তৈরি করছি।’
আরও পড়ুন, জুহির ইচ্ছেকে গুরুত্ব দিচ্ছে না সন্তানরা
এই ছবিতে দুই প্রধান চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ এবং মিঠুন চক্রবর্তী। এ বিষয়ে বিবেক সাংবাদিকদের বলেন, ‘‘ওঁরা দু’জনেই ছবিটা নিয়ে খুব উত্তেজিত। অনেকদিন পর একসঙ্গে অভিনয়ের এই দুই পাওয়ার হাউজকে আবার একসঙ্গে দেখা যাবে। আমার মনে হয়, ওঁদের নতুন অবতারে দেখার জন্য দর্শকরাও অপেক্ষা করছেন।’’
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন