হিমেশ রেশমিয়া ও রানু মন্ডল। ছবি ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকে নেওয়া।
নদিয়ার রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে নেটদুনিয়ায় ইতিমধ্যেই স্টার রানু মণ্ডল। সেই গান ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে গান রেকর্ডের আমন্ত্রণ পাচ্ছেন রানাঘাটের রানু। এ বার তাঁকে গান রেকর্ডের সুযোগ করে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক হিমেশ রেশমিয়া।
আসছে হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’। সেই ছবিরই ‘তেরি মেরি কহানি’ গানটি রেকর্ড করা হয়েছে রানুর গলায়। গান সেই রেকর্ডের ভিডিয়ো বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ রেশমিয়া। তার পর ফের ভাইরাল হয়েছে রানুর ভিডিয়ো। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে সেই ভিডিয়ো দেখে ফেলেছেন প্রায় ২ লক্ষের বেশি ইউজার।
রানুকে দিয়ে গান রেকর্ড করানোর ব্যাপারে হিমেশ বলেছেন, ‘‘সলমন (খান) ভাইয়ের বাবা সেলিম চাচা আমাকে এক বার বলেছিলেন, জীবনে যখনই কোনও প্রতিভাবানের খোঁজ পাবে তখন তাঁর প্রতিভার বিকাশের জন্য সাহায্য করবে।’’ রানুকে দিয়ে গান রেকর্ড করিয়ে সলমনের বাবার দেওয়া উপদেশের তিনি সদ্ব্যবহার করলেন বলে জানিয়েছেন হিমেশ।
A post shared by Himesh Reshammiya (@realhimesh) on
আরও পড়ুন: খোলা পিঠ বা নগ্ন পা আজও কেন খবর হয়, প্রশ্ন অভিনেত্রীদের
আরও পড়ুন: ‘ফোর্বস’ প্রকাশিত বিশ্বের ধনী অভিনেতার তালিকায় নেই শাহরুখ-সলমন, অক্ষয় কত নম্বরে জানেন?