রানু মন্ডলের এই ছবিটি জাল। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
রানাঘাটের রানু মণ্ডলের মেকআপ করা একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেখানে রানুকে দেখা গিয়েছিল গয়না পরে। সঙ্গে মুখে চড়া মেকআপ। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা করেছিলেন বিভিন্ন তীর্যক মন্তব্য। এমনকি রানুর সেই ছবিকে ঘিরে হাসিঠাট্টাও কম হয়নি। কিন্তু নেটদুনিয়ায় ভাইরাল হওয়া রানুর সেই মেকআপের ছবিটি ফেক। তা আসল নয়।
রানুর মেকআপ করেছিল উত্তরপ্রদেশের কানপুরের ‘সন্ধ্যাস মেকওভার’ নামের একটি মহিলা বিউটি পার্লার। রানু মেকআপের ছবি ভাইরাল হতে বিখ্যাত হয়ে যায় ওই বিউটি পার্লারটিও। তারা সম্প্রতি জানিয়েছে, ভাইরাল হওয়া রানুর ছবিটি জাল। নিজেদের দাবির স্বপক্ষে রানুর মেকআপের আসল ছবিও প্রকাশ করেছে তারা।
সেই ছবি প্রকাশ করে ওই বিউটি পার্লারের তরফে লেখা হয়েছে, ‘আপনারা দেখতেই পাচ্ছেন আসল ও নকলের মধ্যে পার্থক্য।’
দেখুন রানুর মেকআপের আসল ছবি—
A post shared by sandhyasmakeover (@sandhyasmakeover) on
আরও পড়ুন: সহজ পরবে রাণু মণ্ডল নেই কেন? প্রশ্ন এল লোপামুদ্রার কাছে
আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগের জের, ইন্ডিয়ান আইডল-১১ থেকেও সরছেন অনু মালিক