Viral

বাথরুমে লাইন এড়াতে অভিনব কায়দা লিন্ডসে লোহানের

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি রিয়েলিটি টিভি শোতে বিচারকের ভূমিকায় অংশ নেন লিন্ডসে লোহান ও আরও কয়েকজন তারকা। তাঁদের মধ্যে ছিলেন জ্যাকি ও হেন্ডারসন। তিনিই লিন্ডসে লোহানের এই রহস্য ফাঁস করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৯
Share:

লিন্ডসে লোহানের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি।

লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে কারই বা ভাল লাগে! কিছু করার থাকে না তাও লাইনে দাঁড়াতেই হয়। কিন্তু ভেবে দেখুন যদি বাথরুমে যাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় কেমন লাগবে? মোটেই ভাল লাগবে না। তাই নাইটক্লাবে গিয়ে যাতে বাথরুমে লাইন দিতে না হয় তার জন্য এক অভিনব পন্থা নিয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী লিন্ডসে লোহান

Advertisement

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি রিয়েলিটি টিভি শোতে বিচারকের ভূমিকায় অংশ নেন লিন্ডসে লোহান ও আরও কয়েকজন তারকা। তাঁদের মধ্যে ছিলেন জ্যাকি ও হেন্ডারসন। তিনিই লিন্ডসে লোহানের এই রহস্য ফাঁস করেছেন।

হেন্ডারসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার এক নাইট ক্লাবে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন লিন্ডে লোহান। সেখানে বাথরুমে যেতে গিয়ে দেখেন, চারদিকে প্রচুর লোক। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখেই মাথায় হাত হেন্ডারসনের। তখনই তাঁকে সেই বিপদ থেকে উদ্ধার করেন লিন্ডসের দেহরক্ষীরা। তাঁরা হেন্ডারসনকে লিন্ডসের রিজার্ভ করে রাখা বাথরুমে নিয়ে যান। তখনই হেন্ডারসন জানতে পারেন, নাইটক্লাবে গেলে লিন্ডসে নিজের জন্য একটি বাথরুম রিজার্ভ করে রাখেন। হেন্ডারসন বলেন, এই জন্যই লিন্ডসের সঙ্গে পার্টি করার মজাই আলাদা।

Advertisement

আরও পড়ুন : হাঙরের মুখ থেকে সাঁতারুকে বাঁচিয়ে দিল ড্রোন

আরও পড়ুন : প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশীয় প্রযুক্তির তেজসে উড়লেন রাজনাথ

লিন্ডসে লোহান (৩৩) তাঁর পপ মিউজিকের কেরিয়ার নতুন মোড় আনতে চলেছেন। সম্প্রতি তিনি তাঁর আগামী গানের একটি টিজার পোস্ট করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement