Shekhar Suman on Ranveer Allahbadia

‘ওদের দেশ থেকে বার করে দিন’, রণবীর-সময়কে কড়া শাস্তি দেওয়ার দাবি শেখর সুমনের

বর্ষীয়ান অভিনেতা শেখর সুমনের দাবি, রণবীরদের জন্যই গোটা দেশ দিন দিন অসুস্থ হয়ে উঠছে। তাই কড়া পদক্ষেপ করার কথা বলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৯:১০
Share:
Veteran actor Shekhar Suman made a comment on Ranveer Allahbadia and Samay Raina’s incident

রণবীর ও সময়কে নিয়ে বিস্ফোরক শেখর সুমন। ছবি: সংগৃহীত।

কয়েক দিন আগেই বিতর্কে জড়িয়েছেন রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়না। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে এক অনুষ্ঠানে রণবীরের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” মন্তব্যের জেরে রণবীর ও সময়ের দিকে ধেয়ে আসে কটাক্ষ। অভিযোগও দায়ের হয়। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন শেখর সুমন।

Advertisement

বর্ষীয়ান অভিনেতা শেখর সুমনের দাবি, রণবীরদের জন্যই গোটা দেশ দিন দিন অসুস্থ হয়ে উঠছে। তাই কড়া পদক্ষেপ করার কথা বলেছেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে শেখর বলেন, “এ কেমন প্রজন্ম, যেখানে বাবা-মাকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে! এই ধরনের লোকজনকে দেশ থেকে বার করে দেওয়া উচিত। কখনওই ওদের দেশে ফেরানো উচিত নয়। ব্যঙ্গ করার নামে ওরা অসভ্যতা করছে। ইউটিউবে বাক্‌স্বাধীনতার কথা বলার মানে অপশব্দ ও খারাপ কথায় ভরিয়ে দেওয়া হতে পারে না। এমন কথা বলা হচ্ছে, যে কেউ শুনে অসুস্থ বোধ করবে।”

এখানেই শেষ নয়। শেখর সুমন বিশেষ আর্জিও রেখেছেন। তাঁর দাবি, “আমি চাইব, এদের অনুষ্ঠান পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হোক। এদের অনেক দূরে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া উচিত।”

Advertisement

মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ইউটিউবার। স্পষ্ট জানিয়েছেন,‘কমেডি’ তাঁর বিষয়ই নয়। তবে নিজের ভুলের পক্ষে কোনও যুক্তি দিতে চাননি তিনি। বরং সাফ জানিয়েছেন, তাঁর মন্তব্যে কোনও রসাভাস ছিল না। ভবিষ্যতে এমন কিছু করবেন না তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement